ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যবিপ্রবির ১১২ শিক্ষার্থীকে বৃত্তি

প্রকাশিত: ০৮:৪০, ১৪ মে ২০১৯

 যবিপ্রবির ১১২ শিক্ষার্থীকে বৃত্তি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অভ্যন্তরীণ বৃত্তি পেয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের ১১২ শিক্ষার্থী। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতরে অভ্যন্তরীণ বৃত্তি বণ্টন কমিটির সভায় তাদের এ বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বাৎসরিক এককালীন তিন হাজার ৫০০ টাকা করে বৃত্তি পাবেন। গত বছর বিভিন্ন বিভাগের ৬৭ শিক্ষার্থী তিন হাজার টাকা করে বৃত্তি পান। মূলত আর্থিকভাবে সচ্ছল নয় এমন দরিদ্র, মেধাবী ও নিয়মিত শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ খাত থেকে এ বৃত্তি দেয়া হয়।
×