ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে সুগন্ধী দোকানে ভিড় বেড়েছে

প্রকাশিত: ০৮:৩৯, ১৪ মে ২০১৯

 পিরোজপুরে সুগন্ধী দোকানে ভিড়  বেড়েছে

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১৩ মে ॥ সংযম ও সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানকে ঘিরে কদর বেড়েছে পিরোজপুর জেলা শহর এবং জেলার বাইরের অসংখ্য সুগন্ধী দোকানগুলোতে। সাধনার মাস রমজান শুরু হতে না হতেই ধর্মপ্রাণ মুসলমানরা সংযমের মাসকে ইবাদতের মাধ্যমে কাটাতে সুরমা, আতর, টুপি, তসবিহ, মেসওয়াক আর জায়নামাজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ভিড় করতে দেখা যায়। এই কেনাকাটা চলবে ঈদের দিন নামাজের আগ মুহূর্ত পর্যন্ত। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই মাথায় টুপি দিয়ে গায়ে খুশবু মেখে নামাজ পড়তে পছন্দ করেন। সে কারণে রোজার শুরুতেই ক্রেতারা ভিড় জমাচ্ছেন আতর, সুরমার দোকানে। শুধু আতর-সুরমাই নয়, সেই সঙ্গে বিক্রি হচ্ছে জায়নামাজ, টুপি, তসবিহ ও মেসওয়াক। আতর সুরমা কিনতে বেশি দেখা যায় কিশোর ও বয়োজ্যেষ্ঠদের। শুধু আতর নয়, টুপি, তসবিহ ও জায়নামাজের দামও বেড়েছে। রমজান মাস উপলক্ষে জেলা শহর এবং শহরের বাইরে হাট-বাজারগুলোতেও অসংখ্য ভ্রাম্যমাণ দোকানগুলোতে টেবিলে ও র‌্যাকে সাজানো আতর, সুরমা, টুপি পাশাপাশি জায়নামাজ, তসবি ক্রেতাদের ক্রয় করতে দেখা গেছে। আবার বিভিন্ন স্টেশনারি ও পুস্তক বিক্রেতাদের দোকানেও মুসলমান নারী-পুরুষ এমনকি শিক্ষার্থীরা ধর্মীয় পুস্তকাদী কিনছেন।
×