ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভোলায় শিক্ষক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৮:৩৮, ১৪ মে ২০১৯

 ভোলায় শিক্ষক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৩ মে ॥ ভোলা সদর উপজেলার পূর্ব উত্তর দিঘলদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানকে হত্যার সকল আসামি দ্রুত গ্রেফতার করে বিচার দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে। সোমবার দুপুরে ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবদুল হাই, নিহত মোস্তাফিজুর রহমানের ছেলে মোঃ হাসিবসহ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকরা শিক্ষিত জাতি গড়ার কারিগর অথচ সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানকে পারিবারিক দ্বন্দ্ব ও জমি-জমার বিরোধের জের ধরে নির্মমভাবে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। অথচ এ ঘটনায় এখনও পুলিশ সকল আসামিকে গ্রেফতার করছে না। তাই এ ঘটনার নিন্দা জানাই এবং সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত ১১ জনকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। এ সময় ভোলা সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক প্রাধান শিক্ষক-শিক্ষিকা ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভোলার উত্তর দিঘলদী এলাকায় স্থানীয় সামছুদ্দিন সিকদারের সঙ্গে পারিবারিক ও জমি-জমার বিরোধকে কেন্দ্র করে শিক্ষক মোস্তাফিজুর রহমান ও তার ছেলেকে প্রকাশ্যে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ এপ্রিল মারা যান শিক্ষক মোস্তাফিজুর রহমান।
×