ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় মসজিদে হামলা, কার্ফু জারি

প্রকাশিত: ১৩:০৯, ১৩ মে ২০১৯

শ্রীলঙ্কায় মসজিদে হামলা, কার্ফু জারি

জনকণ্ঠ ডেস্ক ॥ শ্রীলঙ্কার পূর্ব উপকূলীয় শহর চিলাউয়ের কয়েকটি মসজিদ ও মুসলিম মালিকানাধীন দোকান হামলার শিকার হয়েছে। এছাড়া স্থানীয় এক ব্যক্তিকে মারধরও করা হয়েছে। সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া বিরোধের জের ধরে রবিবার এই হামলা চালানো হয়েছে। খবর ইয়াহু নিউজের। লঙ্কান পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা জানান, উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চিলাউ পুলিশ এলাকায় সোমবার ভোর ৬টা পর্যন্ত কার্ফু জারি করেছে। পরে পুলিশ জানিয়েছে, কার্ফু ভোর ৪টায় প্রত্যাহার করা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এক ফেসবুক পোস্টের লেখককে তারা গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুল হামিদ মোহাম্মদ হাসমার। তিন সপ্তাহ আগে দেশটিতে সিরিজ বোমা হামলায় আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছিলেন। মুসলিম আত্মঘাতী জঙ্গীরা এই হামলা চালায়। ওই হামলার পর থেকেই দেশটির বিভিন্ন প্রান্তে অসংখ্য হয়রানি ও হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মুসলিমরা।
×