ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদক জয়ের সুযোগ হাতছাড়া বাংলাদেশের

প্রকাশিত: ১২:৩৮, ১৩ মে ২০১৯

 পদক জয়ের সুযোগ হাতছাড়া বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ চীনে চলমান আরচারি ওয়ার্ল্ডকাপ স্টেজ-২ এ অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে বাংলাদেশের। রবিবার রিকার্ভ পুরুষ দলগত বিভাগে ব্রোঞ্জের লড়াইয়ে শুরুটা ভাল করলেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি বাংলাদেশ। প্রথম সেট জিতেও পরের তিন সেটে হেরেছে লাল-সবুজের দেশ। যে কারণে ব্রোঞ্জপদক হাতছাড়া হয়েছে। চীনের সাংহাইতে হওয়া রিকার্ভ পুরুষ দলগত বিভাগে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-২ পয়েন্ট ব্যবধানে হারে মোহাম্মদ আব্দুল হাকিম রুবেল, রুমান সানা ও তামিমুল ইসলামে গড়া ছিল বাংলাদেশ দল। প্রথম সেটে দারুণ লড়াইয়ের পর কোরিয়াকে ৫৬-৫৪ ব্যবধানে হারিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু পরের তিন সেটে দল হারে ৫৭-৫১, ৫৭-৫৪ ও ৫৯-৫৫ ব্যবধানে। এর আগে সেমিফাইনালে তুরস্কের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। গতকালই টুর্নামেন্ট শেষ হয়েছে। আর সফলতা ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ আরচারি দল। এই আসরে বাংলাদেশ রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ও মহিলা আরচারি দল অংশগ্রহণ করে। ১০ সদস্যের এই দলে আছেন ৭ জন আরচার ও তিনজন কর্মকর্তা। এবারের এই আসরে ৪০টি দেশ থেকে প্রায় ৩০০ আরচার অংশগ্রহণ করেছে। আগামী জুনে হল্যান্ডে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবেই এই ওয়ার্ল্ডকাপ স্টেজ-২’তে অংশ নিয়েছে বাংলাদেশ। ২০১৮ সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ওয়ার্ল্ডকাপ স্টেজ-৪’এ প্রথমবার অংশ নিয়েছিল বাংলাদেশের আরচাররা। সেই আয়োজনে বাংলাদেশের অন্যতম সেরা আরচার রুমান সানা রিকার্ভ পুরুষ এককে ৩৮ জনের মধ্যে ১৭তম স্থান দখল করেছিলেন। এছাড়াও কম্পাউন্ড মিম্র দলগত ইভেন্টেও বাংলাদেশ ৮ম স্থান অর্জন করেছিল।
×