ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আবারও প্রিমিয়ার ফুটবলে পুলিশ

প্রকাশিত: ১২:৩৮, ১৩ মে ২০১৯

 আবারও প্রিমিয়ার ফুটবলে পুলিশ

স্পোর্টস রিপোর্টার ॥ একটা সময় বাংলাদেশের ঘরোয়া ফুটবলের শীর্ষ আসরে ভালই দাপট ছিল বাংলাদেশ পুলিশ এফসির। কিন্তু কালের বিবর্তনে দলটির দাপট আর আগের মতো নেই। তবে সাম্প্রতিক বছরগুলোতে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে তারা। এ চেষ্টায় চলতি মৌসুমে দারুণ সফল পুলিশ। এবার চ্যাম্পিয়নশিপ লীগ থেকে সবার আগে প্রিমিয়ার লীগের টিকেট নিশ্চিত করেছে সার্ভিসেস দলটি। যে কারণে আগামী মৌসুমে প্রিমিয়ার লীগ ফুটবলে দেখা যাবে পুলিশ এফসিকে। ১৯৯২ সালে শেষবারের মতো দেশের ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলেছিল পুলিশ। শনিবার ওয়ারি ক্লাবকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। মাঝখানে অনেকটা সময় হারিয়েই গিয়েছিল পুলিশ দল। ২০১৩ সাল থেকে চ্যাম্পিয়নশিপ লীগে (পেশাদার লীগের দ্বিতীয় স্তর) খেলা শুরু করে তারা। এবারের মৌসুমে তিন ম্যাচ হাতে রেখেই প্রিমিয়ার লীগ নিশ্চিত করেছে তারা। চ্যাম্পিয়নশিপে লীগে ১১টি দল অংশগ্রহণ করছে। ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পুলিশ। ৯ জয় ও ৫ ড্রয়ের বিপরীতে ৩টি ম্যাচ হেরেছে তারা। সমানসংখ্যক ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উত্তর বারিধারা ক্লাব। তৃতীয় স্থানে থাকা ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের পয়েন্ট ২৫।
×