ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ম্যানইউ ছাড়ছেন হেরেরা

প্রকাশিত: ১২:৩৮, ১৩ মে ২০১৯

ম্যানইউ ছাড়ছেন হেরেরা

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এ্যান্ডার হেরেরার। তবে ক্লাবটির সঙ্গে নতুন করে আর চুক্তি করছেন না। ৫ বছর পর ওল্ডট্র্যাফোর্ডে থাকার পর এবার ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের অফিসিয়াল টুইটার পেইজ থেকে হেরেরার ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে কোথায় যাচ্ছেন হেরেরা? ২৯ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডারের নতুন ঠিকানা হতে পারে পিএসজি। নিশ্চিতভাবে তা জানা না গেলেও ইংলিশ সংবাদমাধ্যমগুলো বলছে পিএসজি আর হেরেরার মধ্যে আরও আগেই নাকি চুক্তি হয়ে গেছে। এর ফলে এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি। ২০১৪ সালে স্বদেশী ক্লাব এ্যাথলেটিক বিলবাও থেকে ম্যানইউতে যোগ দিয়েছিলেন হেরেরা। লুইস ভ্যান গালের অধীনে খেলা শুরু করেছিলেন রেড ডেভিলদের জার্সিতে। ওল্ডট্র্যাফোর্ডে কাটানো ৫ বছরে জিতেছেন এফ কাপ, লীগ কাপ ও ইউরোপা লীগের শিরোপা। ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্য হেরেরাকে দলেই রাখতে চেয়েছিল। কিন্তু নতুন চুক্তির প্রস্তাব দিতে দেরি করায় ব্যাপারটা পছন্দ হয়নি তার। পরে ক্লাবের সর্বোচ্চ বেতনধারী ফুটবলারদের স্কেলে বেতন দাবি করেছিলেন। সেটা আবার বাড়াবাড়ি মনে হয়েছে ম্যানইউর কাছে। সে কারণেই ভেস্তে গেছে ম্যানইউ আর হেরেরার চুক্তি। এদিকে ফ্রেঞ্চ লীগ ওয়ানের দল লিঁও’র সঙ্গে চুক্তির মেয়াদ আরও দুই বছরের জন্য বাড়ালেন ম্যানচেস্টার ইউনাইটেডেরই সাবেক রক্ষণসৈনিক রাফায়েল সিলভা। সোমবার ক্লাবের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে বিষয়টি। ২৮ বছর বয়সী জমজ রাফায়েল সিলভা ও ফ্যাবিওকে ২০০৮ সালে ওল্ডট্র্যাফোর্ডে নিয়ে আসেন ম্যানচেস্টার ইউনাইটেডের তৎকালীন কোচ এ্যালেক্স ফার্গুসন।
×