ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদ্রিদের রানী কিকি বার্টেন্স

প্রকাশিত: ১২:৩৭, ১৩ মে ২০১৯

 মাদ্রিদের রানী কিকি বার্টেন্স

জিএম মোস্তফা ॥ পারলেন না সিমোনা হ্যালেপ। রোমানিয়ান তারকাকে পরাজিত করে মাদ্রিদ ওপেনের শিরোপা জিতলেন কিকি বার্টেন্স। শিরোপা জয়ের লড়াইয়ে শনিবার ডাচ তারকা কিকি বার্টেন্স ৬-৪ এবং ৬-৪ গেমে পরাজিত করেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকাকে। সেই সঙ্গে ইতিহাসেও জায়গা করে নেন তিনি। প্রথম খেলোয়াড় হিসেবে কোন সেট না হেরেই মাদ্রিদ ওপেনের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন সপ্তম বাছাই কিকি বার্টেন্স। তবে চ্যাম্পিয়ন হওয়ার পথটা মোটেও সহজ ছিল না ডাচ তারকার। কেননা চারজন গ্র্যান্ডস্লাম জয়ী খেলোয়াড়কে যে হারাতে হয়েছে তাকে। শুধু তাই নয়, জেলেনা ওস্টাপেঙ্কো, স্লোয়ানে স্টিফেন্স এবং পেত্রা কেভিতোভা ছাড়াও মাদ্রিদ জয়ের পথে কিকি বার্টেন্সকে লড়াই করতে হয়েছে বিপজ্জনক এ্যানাস্তাসিজা সেভাস্তোভা এবং ক্যাটরিনা সিনিয়াকোভার বিপক্ষে। এমন দুর্দান্ত এক সপ্তাহ কাটানোর পর দারুণ খুশি কিকি বার্টেন্স। ম্যাচের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি সত্যিই খুব খুশি। আমি মনে করি প্রতিটি শিরোপা জয়ের পরই আপনার বিশেষ রকমের কিছু অনুভূতি কাজ করবে। কখনও কখনও এমন জয়ে আবেগটা অনেক বেশি কাজ করে। কখনও কখনও এটা সত্যিই অনেক আনন্দের। কখনও কখনও এটা বিশ্বাস করতেই কষ্ট হয়। এই মুহূর্তেও যেমন বুঝতে পারছি না আমার অনুভূতিটা কেমন? তবে আমি খুব খুশি এবং আনন্দিত।’ ক্যাটরিনা সিনিয়াকোভাকে হারিয়ে ক্লে-কোর্টের এই মিশন শুরু করেছিলেন তিনি। দ্বিতীয় রাউন্ডেই পরীক্ষা দিতে হয় জেলেনা ওস্টাপেঙ্কোর বিপক্ষে। ফ্রেঞ্চ ওপেনের সাবেক চ্যাম্পিয়নের বিপক্ষে অনায়াস জয়েই দ্বিতীয়পর্বের বাধা অতিক্রম করেন তিনি। এরপর এ্যানাস্তাসিজা সেভাস্তোভাকে হারিয়ে স্পেনের রাজধানীর এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকেট কাটেন ডাচ তারকা। সেখানে তার প্রতিপক্ষ ছিল পেত্রা কেভিতোভা। দুইবারের উইম্বলডন জয়ী চেক তারকা এবারের মৌসুমের শুরু থেকেই অসাধারণ পারফর্ম করছিলেন। কিন্তু কিকি বার্টেন্সের সামনে যেন দাঁড়াতেই পারলেন না। ৬-২ এবং ৬-৩ গেমে সপ্তম বাছাইয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তিনি। সেই সঙ্গে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠার সুযোগটাও হাতছাড়া করেন পেত্রা কেভিতোভা। কেভিতোভার পর বার্টেন্সের সামনে বাধা হয়ে দাঁড়ান স্লোয়ানে স্টিফেন্স। ইউএস ওপেনের সাবেক চ্যাম্পিয়নও পাত্তা পেলেন না বার্টেন্সের কাছে। সেমিফাইনালের ম্যাচে কিকি বার্টেন্স ৬-২ এবং ৭-৫ গেমে পরাজিত করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিভাবান খেলোয়াড় স্টিফেন্সকে। যিনি গত মাসেই আংটি বদল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বিশ্ব গণমাধ্যমে। সর্বশেষ ফাইনালে বার্টেন্সের বাধা হয়ে দাঁড়ান রোমানিয়ার সিমোনা হ্যালেপ। এই ম্যাচ জিতলে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও ফিরে পাওয়ার সুযোগ সিমোনার। যে কারণে স্বাভাবিকভাবেই সতর্ক থেকে কোর্টে নামেন বার্টেন্সের বিপক্ষে। কিন্তু শেষ পর্যন্ত লড়াই করেও হার মানতে হয় হ্যালেপকে। শিরোপা হারানোর পাশাপাশি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও ফিরে পেতে ব্যর্থ হলেন হ্যালেপ। অন্যদিকে মাদ্রিদ ওপেনের চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়েও ব্যাপক অগ্রগতি হয় কিকি বার্টেন্সের। আজ প্রকাশিত বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারে উঠে যাবেন তিনি। ডাচ তারকার উৎসবটা তাই অনেক বেশি। এ প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ২৭ বছরের এই তারকা বলেন, ‘এই সপ্তাহের পারফর্মেন্সে আমি সত্যিই গর্বিত। এটা কোন অস্বীকার করার উপায় নেই যে, এই সময়ে বেশ ভাল টেনিস খেলেছি আমি। তাছাড়া সোমবারই বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারে উঠে আসব অবশ্য জানতাম না। এসব কিছুই আমার কাছে বিস্ময়কর! সিমোনা হ্যালেপের বিপক্ষে আমি খুব ভাল খেলেছি। যদিওবা শুরুতে নিজের ছন্দটা খুঁজে পেতে একটু সময় লেগেছে। তবে পরের সময়টাতে আমি অনেক ভাল খেলেছি।’ এ মাসের শেষ সপ্তাহেই শুরু হবে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন। তার আগে ইতালিয়ান ওপেনেও কোর্টে নামবেন বিশ্ব টেনিসের শীর্ষ সারির সব খেলোয়াড়রা। মাদ্রিদ ওপেনের চ্যাম্পিয়ন হওয়ার সৌজন্যে স্বাভাবিকভাবেই ইতালিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনে ফেবারিটের তকমাটা গায়ে মাখানো থাকবে কিকি বার্টেন্সের।
×