ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আজ উইন্ডিজকে হারালেই ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৬, ১৩ মে ২০১৯

আজ উইন্ডিজকে হারালেই ফাইনালে বাংলাদেশ

মিথুন আশরাফ ॥ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতেই শুধু নয়, সিরিজ জিততে আয়ারল্যান্ডে গেছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় আফসোস জমা হয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও আয়ারল্যান্ড হারায় খানিক স্বস্তিও আছে। অবশ্য স্বস্তি-অস্বস্তির ধারে কাছেও যেতে হবে না বাংলাদেশকে। যদি ওয়েস্ট ইন্ডিজকে আজ হারিয়ে দিতে পারে বাংলাদেশ, তাহলেই ফাইনালে খেলা নিশ্চিত করে নেবে মাশরাফিবাহিনী। আজ জিতলে আয়ারল্যান্ডের বিপক্ষে বুধবার সিরিজের লীগপর্বের শেষ ম্যাচটি খেলতে নামার আগেই ১৭ মে অনুষ্ঠেয় শিরোপা নির্ধারণী ম্যাচে খেলা নিশ্চিত করবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবলিনের ম্যালাহাইডের দ্য ভিলেজ মাঠে যে ম্যাচটি রয়েছে বাংলাদেশের, সেটিই এখন বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হয়ে উঠেছে। অথচ আয়ারল্যান্ডের বিপক্ষে জেতার সম্ভাবনাময় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত না হলে এমন অবস্থায় পড়তে হতো না বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যকার শনিবারের ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজই জিতেছে। তাতে করে বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনাও বেড়ে গেছে। তবে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের ফল কি হয়েছে সেদিকে নয় বাংলাদেশ দলের ক্রিকেটারদের ভাবনায় এখন শুধুই ওয়েস্ট ইন্ডিজকে হারানোর স্বপ্ন উঁকি দিচ্ছে। যে দলটিকে সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। এবারও বাংলাদেশই ফেবারিট। সিরিজজুড়েই ফেবারিট দল বাংলাদেশ। পূর্ণশক্তির দল যে মাশরাফিবাহিনী। এরপরও দিনটি খারাপ গেলে যে কোন কিছুই ঘটতে পারে। বাংলাদেশ ক্রিকেটাররাও তাই সতর্ক। ওয়েস্ট ইন্ডিজকে আবার হারাতে প্রস্তুতও। পয়েন্ট তালিকায় এখন বাংলাদেশ ৬ পয়েন্ট পেয়েছে। শুক্রবার পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ছিল ৫। আয়ারল্যান্ডের পয়েন্ট ছিল ২। শনিবার ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজ জেতায় ৯ পয়েন্ট হয়েছে। ক্যারিবীয়রা এখন শীর্ষে আছে। আয়ারল্যান্ডকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের ফাইনালে খেলা নিশ্চিত হয়ে গেছে। এখন আরেকটি দল ফাইনালে যাবে। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশ। আর হারলেও অবশ্য সমস্যা নেই। ফাইনালে ওঠার সুযোগ ভালভাবেই থাকবে। তখন আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জিততে হবে বাংলাদেশকে। কিন্তু যদি না জিতে তখন বিপদ ঘনিয়ে আসতে পারে। যদিও রানরেটে এগিয়ে থেকে ফাইনালে উঠে যেতে পারে বাংলাদেশ। কারণ বাংলাদেশ যদি আর কোন ম্যাচ নাও জিতে তাহলেও আয়ারল্যান্ড বাংলাদেশের সমান পয়েন্ট থাকবে। যদি আইরিশরা কোন বোনাস পয়েন্ট না যুক্ত করতে পারে। তবে এতদূরের হিসেব এখনই করা হচ্ছে না। এখন শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি জিতলে কি হবে সেটি ভাবা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিভাবে জেতা যায় তা নিয়েই ভাবনা হচ্ছে। সবদিক দিয়ে হিসেবেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের জেতা খুবই জরুরী হয়ে উঠেছে। ফাইনালে ওঠার ক্ষেত্রে অনেকটা কঠিন প্রতিপক্ষও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এখন বাংলাদেশই সুবিধাজনক অবস্থানে থাকে। এখন যে বাংলাদেশ দলটি অনেক শক্তিশালী হয়ে উঠেছে। অভিজ্ঞতা আর তারুণ্যের সমন্বয়ে বাংলাদেশ দলটি এমনই হয়েছে যে কোন দলকে হারাতে সক্ষম। প্রধান কোচ স্টিভ রোডসতো বলেই দিয়েছেন, বাংলাদেশ ভয়ঙ্কর দল। তিনি বলেছেন, ‘আমরা ভয়ঙ্কর।’ সঙ্গে যোগ করেন, ‘জানি খারাপ খেলা খেলতেও আমরা সক্ষম। আমার এবং ম্যাশের (মাশরাফি) কাজ হচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে আরও ধারাবাহিক হওয়া।’ সামনে আজ ওয়েস্ট ইন্ডিজ। যাদের সিরিজে প্রথম ম্যাচে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হারটি যদিও সতর্ক সঙ্কেত দিয়েছিল, সেই সঙ্কেতেই কাজ হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেটাররা সচেতন হয়ে গেছেন, তাতে বাংলাদেশ দলেরই লাভ হয়েছে। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় একটু সমস্যাও হয়েছে। পূর্ণ পয়েন্ট পাওয়ার আশা যে পূরণ হয়নি। সঙ্গে বিশ্বকাপে যাওয়ার আগে পর্যাপ্ত অনুশীলন করার যে ভাবনা তাতেও ব্যাঘাত ঘটেছে। তাই হতাশই হতে হয়েছে বাংলাদেশ প্রধান কোচকে। তবে আজ যদি ওয়েস্ট ইন্ডিজকে আবারও হারানো যায় তাহলে আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে বাংলাদেশ ক্রিকেটারদের। আয়ারল্যান্ডের গড়া ৩২৭ রানও কোন কাজে দেয়নি। ওয়েস্ট ইন্ডিজ আবারও পাত্তাই দেয়নি আয়ারল্যান্ডকে। তবে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে যেভাবে হারিয়েছে বাংলাদেশ আজও হারাতে পারলে ফাইনালে উঠে যাবে বাংলাদেশ।
×