ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জিএম কাদেরকে নিয়ে লালমনিরহাটে আলোচনার ঝড়

প্রকাশিত: ১১:৪১, ১৩ মে ২০১৯

 জিএম কাদেরকে নিয়ে  লালমনিরহাটে  আলোচনার ঝড়

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১২ মে ॥ লালমনিরহাট ৩ আসনের জাতীয় পার্টির এমপি জিএম কাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ায় তাকে নিয়ে এখন লালমনিরহাটের রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। রওশনপন্থীরা হয়েছে কোণঠাসা। লালমনিরহাটের জাতীয় পার্টি এখন দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। লালমনিরহাটের সাধারণ মানুষের মুখে মুখে এরশাদের ছোট ভাই জিএম কাদের কত সহায় সম্পত্তির মালিক। এবারের জাতীয় সংসদের নির্বাচনে এরশাদের ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের লালমনিরহাট ৩ আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে জাপার প্রতীক লাঙ্গল নিয়ে নির্বাচন করে জয়ী হন। নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে দেয় হলফ নামায় তার ও পরিবারের সম্পত্তির হিসাব দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, নিজস্ব আয়ের কোন উৎস নেই। তবুও বিশাল ব্যাংক ব্যালেন্স, নগদ টাকা ও বিলাসবহুল বাড়ি-গাড়ির মালিক তিনি। পেশায় রাজনীতিবিদ। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের। রয়েছে নিজ নামে ব্যাংক ব্যালেন্স ও নগদ টাকা। আয়ের উৎস বলতে তার ওপর নির্ভরশীলদের বাড়ি ও দোকান ভাড়ার ১১ লাখ ৫৮ হাজার এবং ব্যবসা থেকে ৪ লাখ ৪০ হাজার টাকা। এর বাইরে তার আয়ের কোন উৎস নেই। জিএম কাদেরের অস্থাবর সম্পদে নগদ ১৪ লাখ ৪৭ হাজার ৯৭৩ টাকা। ব্যাংকে জমা রয়েছে ১৩ লাখ ২ হাজার ৪৩৫ টাকা। স্ত্রীর হাতে নগদ ২৭ লাখ ৬৪ হাজার ৭০১ টাকা। ব্যাংকে জমা ৪ লাখ ৭২ হাজার ৫৮২ টাকা। ৪৪ লাখ টাকা মূল্যের নিজ নামে একটি প্রাডো জিপ রয়েছে তার। স্ত্রীর নামে রয়েছে ১৫ লাখ টাকার একটি প্রাইভেটকার। স্ত্রীর চেয়ে নিজের দখলে রয়েছে বেশি স্বর্ণের অলঙ্কার। স্ত্রীর অলঙ্কার কিনেছেন অনেকটাই পানির দামে। তার নিজ নামে রয়েছে ১১ তোলা স্বর্ণালঙ্কার। যার মূল্য এক লাখ ১২ হাজার টাকা। স্ত্রীর নামে রয়েছে ১০ তোলা স্বর্ণালঙ্কার যার মূল্য মাত্র ৪৫ হাজার টাকা। জিএম কাদের নিজ নামে কোন ইলেকট্রনিক্স সামগ্রী না কিনলেও স্ত্রীর নামে দুই লাখ ৫০ হাজার টাকার টিভি, ফ্রিজ ও এসি রয়েছে। নিজের দখলে এক লাখ ৩২ হাজার টাকা মূল্যের আসবাবপত্র রাখলেও স্ত্রীর নামে রয়েছে প্রায় তিনগুণ। নিজের নামে একটি পিস্তল ও একটি রাইফেল থাকলেও স্ত্রীর নিরাপত্তার জন্য ব্যক্তিগত কিছু নেই। স্থাবর সম্পদের বিবরণে জিএম কাদের উল্লেখ করেন নিজ নামে ৬ লাখ ৩৮ হাজার টাকা মূল্যে লালমনিরহাট শহরে ১১.৫০ শতাংশ জমির সেমিপাকা একটি বাড়ি। আরও আছে ৬ লাখ ৬১ হাজার ৪১১ টাকা মূল্যে রাজধানীর উত্তরায় ৪তলা বাড়ির ১/৪ অংশের মালিক। এছাড়াও ঢাকায় স্ত্রীর নামে রয়েছে সমপরিমাণ ও সমমূল্যের একটি বাড়ি। ঋণ বা দেনা পাওনা তার নিজের, স্ত্রী বা নির্ভরশীলদের নামে নেই। অতীত বা বর্তমান কখনই মামলায় পড়েননি পেশাদার এ রাজনীতিবিদ। স্ত্রী বা নির্ভরশীলদের নামেও কখনো কোন মামলা হয়নি বলে হলফনামায় উল্লেখ করেন। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বাবার নাম মৃত মকবুল হোসেন, মাতা মৃত মজিদা খাতুন। নিজের ঠিকানা উল্লেখ করেছেন উচাটারী, হাসপাতাল রোড লালমনিরহাট।
×