ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৩০০ ইয়াকের মৃত্যু

প্রকাশিত: ১১:৪১, ১৩ মে ২০১৯

 ৩০০ ইয়াকের  মৃত্যু

চীনের সঙ্গে ভারতের সীমান্তের কাছে তুষারপাতে আটকে পড়ে না খেয়ে মারা পড়েছে অন্তত ৩০০ ইয়াক। ভারতের সরকারী কর্মকর্তা রাজ যাদব বলেন, শুক্রবার উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে মৃতদেহগুলো খুঁজে পান তারা। গত ডিসেম্বর থেকে আটকে ছিল ইয়াক বা চমরি গাইগুলো। কর্তৃপক্ষ হেলিকপ্টারে করে খাবার দেয়ার চেষ্টা করলেও খারাপ আবহাওয়ার কারণে তাদের সরে আসতে হয়। হাজার হাজার বছর ধরে ওই এলাকায় বাস করছে চমরি গাই। দুধ ও মাংসের চাহিদা পূরণ ছাড়াও মালামাল বহনের কাজে ব্যবহার করা হয় এগুলো। ‘সম্প্রতি ওই এলাকায় যাওয়ার সর রাস্তাগুলো পরিষ্কার করা হয়। পরে আমাদের একটি দল সেখানে গিয়ে এ করুণ অবস্থার খোঁজ পায়,’ বলেন, রাজ। রাজ্যটির উত্তরে মুকুথাং উপত্যকায় গিয়ে মৃত ইয়াকগুলো পায় কর্তৃপক্ষ। যদিও প্রতিবছরই ১০ থেকে ১৫টি ইয়াক মারা যায়, তবে এ বছর সংখ্যাটি অন্য যেকোন বছরের চেয়ে বেশি। -বিবিসি
×