ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক সপ্তাহের মধ্যে পাটকল শ্রমিকদের বকেয়া দেয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

প্রকাশিত: ১১:৩৯, ১৩ মে ২০১৯

 এক সপ্তাহের মধ্যে  পাটকল শ্রমিকদের  বকেয়া দেয়ার আশ্বাস  প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, রাষ্ট্রায়াত্ত পাটকলগুলোর শ্রমিকদের মজুরি আওয়ামী লীগ সরকার কয়েকগুণ বৃদ্ধি করেছে, যা বেসরকারী পাটকল শ্রমিকদের মজুরির চেয়ে অনেক। তারপরও কিছু অসাধু শ্রমিক নেতা উস্কানি দিয়ে শ্রম অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছে। তিনি আগামী এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করে চলমান সঙ্কটের সমাধান করার আশ্বাস প্রদান করেন। তিনি রবিবার সকালে খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় কমিটির উপদেষ্টা হিসেবে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পাটকল শ্রমিকদের অসন্তোষ, পরিবহনে চাঁদাবাজি, ফিটনেসবিহীন যানবাহন, খাদ্যদ্রব্যে ভেজাল, ট্রাফিক নিয়ন্ত্রণসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় কমিটির উপদেষ্টা খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আকতারুজ্জামান বাবু, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বক্তব্য রাখেন। সভায় খুলনার সিভিল সার্জন এসএম আব্দুর রাজ্জাক বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, কয়রা পাইকগাছা এলাকায় অনেকেই সাধারণ মানুষের জমি জোর করে দখল করে মাছের ঘের তৈরি করেছে কিন্তু জমি বাবদ কোন অর্থ তাদের দেয়া হচ্ছে না। এ ধরনের জবর দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান। সভায় পুলিশ সুপার এসএম শফিউল্লাহ জানান, আসন্ন বৌদ্ধ পূর্ণিমা অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া আসন্ন ঈদের ছুটিতে অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে ভ্রমণ না করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি চাঁদাবাজি প্রতিরোধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং খাদ্যে ভেজালরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে প্রশাসন। তিনি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে ব্যবসা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। খুলনায় সড়ক অবরোধ ॥ এদিকে বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়সহ নয় দফা দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা রবিবারও কর্মবিরতির পাশাপাশি রাজপথ, রেলপথ অবরোধ কর্মসূচী পালন করেন। শ্রমিকরা জানায়, সকালে প্রতিটি মিলে গেটে মিটিং করা হয়েছে। বিকেল ৪টা থেকে খুলনা মহানগরীর নতুন রাস্তা মোড় এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচী পালন করা হয়।
×