ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাবেক তত্ত্বাবধায়ক উপদেষ্টার ছেলের বিরুদ্ধে আর্থিক অনিয়মের মামলা চলবে

প্রকাশিত: ১১:৩৮, ১৩ মে ২০১৯

 সাবেক তত্ত্বাবধায়ক উপদেষ্টার ছেলের বিরুদ্ধে আর্থিক অনিয়মের মামলা চলবে

স্টাফ রিপোর্টার ॥ আপীল বিভাগের সাবেক বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মোঃ ফজলুল হকের ছেলে ডাঃ আফজাল হোসেনের (রাজ) জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলা বাতিলের বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে বিচারিক আদালতে মামলাটি চলতে আর কোন বাধা নেই। আপীল বিভাগের সাবেক বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মোঃ ফজলুল হকের ছেলে ডাঃ আফজাল হোসেনের (রাজ) জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলা বিচারিক আদালতে মামলাটি চলতে আর কোন বাধা নেই। রবিবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম। রাষ্ট্রপক্ষে ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন (মানিক) এবং আসামি পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ.জে. মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন (মানিক) রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে আগের দেয়া স্থগিতাদেশ তুলে দিয়েছে হাইকোর্ট। এখন বিচারিক আদালতে মামলাটি চলতে আর কোন বাধা নেই। মামলার ঘটনার বিবরণ থেকে উল্লেখ করে আমিন উদ্দিন জানান, ডাঃ আফজাল হোসেন (রাজ) তার পিতা উপদেষ্টা থাকাকালীন ও তার অব্যাহতির পরে বিভিন্ন ব্যাংকে হিসাব খুলেন। তার পিতা ২০০৬ সালের ৩১ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হওয়ার পর পিতাকে দিয়ে আইন, ভূমি ও বন মন্ত্রণালয়সমূহের বিভিন্ন কর্মকর্তার বদলি বাণিজ্য করে দশ কোটি ৬১ লাখ ১৩১ টাকা লেনদেন করে। সালামের মুক্তিতে বাধা নেই ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালামকে নাশকতার ছয় মামলায় জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছে হাইকোর্ট। এর ফলে তার মুক্তিতে কোন বাধা নেই বলে জানান আইনজীবী। রবিবার বিচারপতি মোঃ রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব।
×