ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চাকরি পেলেন সন্তানের জন্য দুধ ‘চুরি করা’ সেই পিতা

প্রকাশিত: ১১:৩৮, ১৩ মে ২০১৯

 চাকরি পেলেন সন্তানের জন্য দুধ ‘চুরি করা’ সেই পিতা

স্টাফ রিপোর্টার ॥ পকেটে পয়সা না থাকায় স্বপ্ন সুপার শপ থেকে সন্তানের জন্য দুধ চুরি করা সেই হতভাগ্য পিতাকে চাকরি দিয়েছে স্বপ্ন কর্তৃপক্ষ। এমন উদ্যোগে খুশি সবাই। স্বপ্ন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সেই পিতা ও পুলিশ কর্মকর্তাসহ অনেকেই। রবিবার দুপুরে রাজধানীর খিলগাঁও সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ে ওই বাবাকে ডেকে এনে তার চাকরির ব্যবস্থা করে দেয় স্বপ্ন কর্তৃপক্ষ। খিলগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলাম জানান, ওই পিতাকে অফিসে ডেকে এনে তার যোগ্যতাসহ নানা বিষয় জেনেছে স্বপ্ন কর্তৃপক্ষ। বিপন্ন ওই পিতার পাশে দাঁড়িয়েছে স্বপ্ন কর্তৃপক্ষ। তার জন্য একটি চাকরির ব্যবস্থা করেছে। ইতোমধ্যেই ওই পিতার হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন স্বপ্নের কর্মকর্তারা। শুক্রবার রাতে স্বপ্ন সুপার শপ থেকে সন্তানের জন্য দুধ চুরি করে ওই পিতা রীতিমতো আলোচনার জন্ম দিয়েছিলেন। সেই পিতাকে আটকের পর মানবিক কারণে সহায়তা করে ছেড়ে দেন পুলিশ কর্মকর্তা জাহিদুল ইসলাম। শনিবার ডিএমপির খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে ঘটনাটি লিখেন। এরপর ফেসবুকে ঘটনাটি রীতিমতো ভাইরাল হয়।
×