ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাত ॥ মূল হোতা পলাশ গ্রেফতার

প্রকাশিত: ১১:১৬, ১৩ মে ২০১৯

 প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাত ॥ মূল হোতা পলাশ গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রেক্স আইটি ইনস্টিটিউটের নামের একটি প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় দুই শ’ কোটি টাকা হাতিয়ে নেয়া মূলহোতা আব্দুস সামাদ পলাশ শেষ পর্যন্ত সিআইডির সাইবার পুলিশ সেন্টার বিভাগের হাতে গ্রেফতার হয়েছে। সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে। তিনি জানান, প্রতিষ্ঠানটির ধানমন্ডির অফিস থেকে একটি টয়োটা গাড়ি ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া প্রায় সাত লাখ টাকা উদ্ধার হয়েছে। এছাড়া প্রযুক্তিনির্ভর প্রতারণায় ব্যবহৃত ৫টি ল্যাপটপ, কম্পিউটারের ৩টি হার্ড ডিস্ক ও বিপুল পরিমাণ ব্যাংকিং ও নন-ব্যাংকিং কাগজপত্র জব্দ করা হয়। আইটি ফার্মটি আউট সোর্সিং, গ্রাফিক্স ডিজাইন, এসইও, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রশিক্ষণের আড়ালে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এ প্রতিষ্ঠানের বিং পেইড মার্কেটিংয়ের প্রচারণা চালাতো। যে কোন প্রতিষ্ঠানের তুলনায় তাদের প্রতিষ্ঠানে পেইড মার্কেটিং-এ বিনিয়োগ করলে শতকরা ৫০ থেকে ১০০ ভাগ পর্যন্ত রিটার্নের অবিশ্বাস্য অফার দেয়া হতো। যা বাস্তবে সম্ভব নয়। প্রতিষ্ঠানের পাঁচ সহস্রাধিক প্রশিক্ষণার্থীর ট্রেনিংয়ের পাশাপাশি এ ধারণা ঢুকিয়ে দেয়া হতো। প্রশিক্ষণার্থীরাও মনে করতো যে কোন আউট সোর্সিং-এর কাজের থেকে এ কাজে ১৫ থেকে ২০ গুণ বেশি লাভ পাওয়া যাবে। তাই প্রশিক্ষণপ্রাপ্তদের একটি বিশাল অংশ লাভের আশায় বিভিন্নভাবে টাকা সংগ্রহ করে সেখানে বিনিয়োগ করে। এভাবে গ্রেফতারকৃত প্রতারক আব্দুস সালাম পলাশ প্রশিক্ষণার্থী ও বিভিন্ন ব্যক্তি এবং ব্যবসায়ীদের কাছে থেকে আনুমানিক দুই শ’ কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়েছে। এমন প্রতারণার খপ্পরে পড়ে অনেকেই নিঃস্ব হয়েছেন। গ্রেফতারকৃত পলাশের বাড়ি লক্ষ্মীপুরে। সোনাইমুড়ি হাইস্কুল থেকে ২০০৭ সালে এসএসসি ও ক্যামব্রিয়ান স্কুল ও কলেজ, বসুন্ধরা শাখা থেকে এইচএসসি পাস করে। পরবর্তীতে ধানমন্ডি চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ ধানমন্ডিতে সিএ পড়া শুরু করলেও শেষ করতে পারেনি। ২০১০ সালে সে আউট সোর্সিংয়ের কাজ শুরু করে। ২০১৬ সালে সে আইটি ভিশন-এ ট্রেনার হিসেবে ৯ মাস কাজ করে। পরবর্তীতে ২০১৭ সালের মে মাসে সে এবং তার কয়েকজন পার্টনার আইটি ফার্মটি গড়ে তুলে প্রতারণা করে আসছিল।
×