ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছেলেধরা সন্দেহে তিন যুবককে গণধোলাই

প্রকাশিত: ১০:৪৯, ১৩ মে ২০১৯

 ছেলেধরা সন্দেহে  তিন যুবককে  গণধোলাই

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ রোহিঙ্গা সন্দেহ তিনজনকে গণধোলাই দিয়েছে জনতা। পুলিশ ওই তিন যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গারা ছেলে ধরার জন্য গ্রামে গ্রামে ঘুরছে বলে তাদের গণধোলাই দিয়ে পুলিশে দেয়া হয়েছে। উদ্ধার তিন যুবকের নাম হলো জুয়েল (৩৫), শহিদ (৩০) এবং রেনে চৌধুরী (৩২)। চাঁচড়া ফাঁড়ির এসআই হারুন অর রশিদ জানান, চাঁচড়া মধ্যপাড়া এলাকায় শনিবার রাত সাড়ে ১০টার দিকে রেনে চৌধুরী নামে এক যুবককে আটক করে পুলিশে সংবাদ দিলে তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। রেনে চৌধুরী মিয়ানমারের নাগরিক বলে জানিয়েছে। স্থানীয়রা জানিয়েছে, রেনে চৌধুরী চাঁচড়া এলাকায় রাত সাড়ে ১০টার দিকে ঘোরাফেরা করতে থাকে। এ সময় তার চলাফেরা এবং আচরণে সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোন কিছু সঠিক উত্তর দিতে না পারায় ছেলে ধরা সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। অন্যদিকে যশোর কোতোয়ালি মডেল থানার এসআই আমির হোসেন জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়দের সংবাদে শহরের উপকণ্ঠ রাজারহাট থেকে জুয়েল ও শহিদকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুয়েল ও শহিদ খালি গায়ে যশোর সদর উপজেলার রামনগর পিকনিক কর্নার এলাকায় ঘোরাফেরা করছিল। এলাকাবাসীর সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করে।
×