ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভাল্লুকের আক্রমণে আহত কিশোর সিএমএইচে

প্রকাশিত: ১০:৪৮, ১৩ মে ২০১৯

 ভাল্লুকের আক্রমণে আহত কিশোর সিএমএইচে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রাঙ্গামাটি জেলার সাজেক থানার দুর্গম পাহাড়ী এলাকায় ভাল্লুকের আক্রমণে আহত এক কিশোরকে রবিবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিকপ্টারযোগে চট্টগ্রামে আনা হয়েছে। পনবিকাশ ত্রিপুরা (১৬) নামের ছেলেটিকে ভর্তি করা হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। সাজেকের লিওথাংনাং পাড়ার অলিন্দ্র ত্রিপুরার পুত্র পনবিকাশ ত্রিপুরা গত শুক্রবার ভাল্লুকের আক্রমণের শিকার হয়। গুরুতর আহত এ কিশোরকে নিকটস্থ বিজিবি ক্যাম্পে নিয়ে যান তার স্বজনরা। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে বিজিবি। কিন্তু আরও উন্নত চিকিৎসার প্রয়োজন মনে হওয়ায় বিজিবির পক্ষ থেকে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সেনাবাহিনী বিমান বাহিনীর সঙ্গে সমন্বয় করে হেলিকপ্টারযোগে চট্টগ্রামে নিয়ে আসার ব্যবস্থা করে। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪তম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে রবিবার দুপুরে পনবিকাশকে সিএমএইচে আনা হয়।
×