ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

প্রকাশিত: ১০:৪৬, ১৩ মে ২০১৯

 বরিশালে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা  নিহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের এয়ারপোর্ট থানাধীন ছয় মাইল নামক এলাকায় রবিবার সকালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। নিহত আকতার হামিদ (৫২) পটুয়াখালী জেলার মরিচবুনিয়া এলাকার বাসিন্দা মৃত রুস্তুম আলী খানের পুত্র ও গ্রামীণ ব্যাংকের ফরিদপুর শাখার সিনিয়র কর্মকর্তা। এয়ারপোর্ট থানার এসআই অরবিন্দু বিশ্বাস জানায়, বরিশালগামী তুহিন পরিবহনের সঙ্গে আকতার হামিদকে বহনকারী মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই সে মারা যায়। সাভারে পথচারী সংবাদদাতা সাভার থেকে জানান, সালেহপুর এলাকায় ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, সকালে আমিন বাজারের সালেহপুর এলাকায় রাস্তা পার হচ্ছিল ওই পথচারী। এ সময় আমিনবাজার থেকে সাভারগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। চট্টগ্রামে শ্রমিক স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, বন্দরে গাড়ি চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে বন্দর ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। বন্দর থানা সূত্রে জানা যায়, নিহত শ্রমিকের নাম আলী আজগর (৪০)। তার বাড়ি ভোলা জেলায়। দুপুর দুইটার দিকে ইয়ার্ডে কন্টেনার হ্যান্ডলিং কাজে নিয়োজিত ছিলেন তিনি। হঠাৎ একটি গাড়ি আজগরকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। মৌলভীবাজারে যাত্রী নিজস্ব সংবাদদাতা মৌলভীবাজার থেকে জানান, সদর উপজেলার নিতেশ^র এলাকায় মিনিবাস ও সিএনজি অটোরিক্সার মখোমুখি সংঘর্ষে এক মহিলা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চালকসহ আরও এক সিএনজি যাত্রী। পুলিশ জানায়, রবিবার দুপুর দেড় ঘটিকায় মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের নিতেশ্বর এলাকায় হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী হবিগঞ্জ এক্সপ্রেস বাস ও বিপরীত থেকে আসা সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা মমতাজ বেগম নামের এক মহিলা যাত্রী নিহত হন। আহতরা হলেন সিএনজি চালক আমিন মিয়া ও অটোরিক্সার যাত্রী ফয়ছল মিয়া। নিহত ও আহত সবাই শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা। লক্ষ্মীপুরে শিশু নিজস্ব সংবাদদাতা লক্ষ্মীপুর থেকে জানান, রামগতিতে ব্রিকফিল্ডের টলির ধাক্কায় আকলিমা (৮) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রামগতি উপজেলার চৌধুরী বাজারের কাছে। আকলিমা ছিল স্থানীয় গণশিক্ষা স্কুলের ১ম শ্রেণীর ছাত্রী। ছুটি শেষে শিশুটি স্থানীয় গণশিক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফিরছিল। এ সময় ব্রিকফিল্ডের একটি টলি তাকে প্রচন্ড বেগে ধাক্কা দিলে ছিটকে পড়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
×