ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদকমুক্ত করার উদ্যোগ

প্রকাশিত: ১০:৪২, ১৩ মে ২০১৯

 মাদকমুক্ত করার উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১২ মে ॥ জেলার আনাচে-কানাচে হাত বাড়ালেই পাওয়া যায় মাদকদ্রব্য। আর এই মাদকদ্রব্যের দিকে ঝুঁকে পড়েছে জেলার উঠতি বয়সের তরুণ-তরুণীরা। এছাড়াও মাদকের অর্থ সংগ্রহ করার জন্য বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে তরুণ প্রজন্ম। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে নেয়া হয়েছে বিশেষ উদ্যোগ। রবিবার জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ঠাকুরগাঁও জেলাকে মাদকমুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয় । সভার এই সিদ্ধান্তে সবাই একমত পোষণ করেন এবং জেলাকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
×