ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেটে নারী চিকিৎসকের লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:৪২, ১৩ মে ২০১৯

 সিলেটে নারী চিকিৎসকের  লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ নগরীর পশ্চিম পাঠানটুলা পল্লবি আবাসিক এলাকা থেকে রবিবার সকাল সাড়ে ৯টায় এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম প্রিয়াঙ্কা তালুকদার শান্তা (২৯)। নিহত চিকিৎসক সিলেট পার্ক ভিউ মেডিক্যাল কলেজের ফিজিওলজি বিভাগের লেকচারার। তার নাম স্বামী দিবাকর চন্দ্র দেব কল্লোল। তাদের তিন বছরের একটি মেয়ে রয়েছে। এই ঘটনায় স্বামী আর্টিটেক্ট ইঞ্জিনিয়ার দিবাকর চন্দ্র দে কল্লোল ও শ্বশুর-শাশুড়িকে আটক করেছে পুলিশ। ডাঃ প্রিয়াঙ্কার পৈত্রিক বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার গঙ্গাধরপুর গ্রামে। প্রিয়াঙ্কার মৃত্যু রহস্যজনক বলে দাবি করছেন তার পরিবারের সদস্য ও সহকর্মীরা। প্রিয়াঙ্কার স্বামী দিবাকর দেব কল্লোল লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে কর্মরত ছিলেন। পাঁচ বছর আগে তাকে ওই ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হয়। জালালাবাদ থানার ওসি শাহ হারুনুর রশীদ জানান, এ ঘটনায় নিহতের বাবা ঋষিকেষ তালুকদার বাদী হয়ে প্রিয়াঙ্কার স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলায় নির্যাতনে খুনের অভিযোগ আনা হয়েছে। পটুয়াখালীতে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা পটুয়াখালী থেকে জানান, পারিবারিক কলহের জেরে রাবেয়া বেগম (২৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার গভীররাতে সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নে জাউমরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী জাহাঙ্গীর কাজীকে আটক করা হয়েছে। নিহতের মা লাইলি বেগম জানান, রাবেয়ার ছোট ভাই আরিফের বিয়েকে কেন্দ্র করে শনিবার রাতে আরিফের শ্বশুরের পরিবার ও স্বামী জাহাঙ্গীর কাজীর সঙ্গে রাবেয়ার বাগবিত-ার একপর্যায় ধস্তাধস্তি হয়। পরে রাবেয়ার দেবর জসিম ফাতেমার মা লাইলি বেগমকে ফোন করে জানায় ফাতেমা মারা গেছে। নেত্রকোনায় নদীতে লাশ নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, জেলার কেন্দুয়া উপজেলার গোগ বাজার সংলগ্ন সাইডুলী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। অর্ধগলিত ওই লাশটির নাম পরিচয় জানতে না পারলেও লাশটি পুরুষ মানুষের বলে শনাক্ত করেছে থানা পুলিশ। জানা গেছে, লাশটি সাইডুলী নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ রবিবার দুপুর দেড়টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠায়। বাগেরহাটে পাহারাদার স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, সদর উপজেলায় মারুফ মিনা (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বিষ্ণপুর গ্রামে নুর মোহাম্মাদ মিনার মৎস্য ঘেরের পাশের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মারুফ সদর উপজেলার ফতেপুর গ্রামের মৃত মোন্তাজ উদ্দিন মিনার ছেলে। তার ভাই নুর মোহাম্মাদ মিনার মৎস্য ঘের দেখাশুনা করতেন। বাগেরহাট মডেল থানার এসআই আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মারুফ শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে তার ভাইয়ের মৎস্য ঘেরে যায়। পরদিন সকালে এলাকাবাসী ঘেরের পাশের বাগানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মঠবাড়িয়ায় গৃহবধূ নিজস্ব সংবাদাতা পিরোজপুর থেকে জানান, মঠবাড়িয়ায় কইতোরী বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার সবুজ নগর গ্রামের স্বামীর বসতঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত কইতোরী বেগম সবুজ নগর গ্রামের মুসা পাহলানের স্ত্রী ও গুলিসাখালীর দুর্গাপুর গ্রামের মোস্তফা মোল্লার মেয়ে। তার ৫ মাস বয়েসের একটি ছেলে সন্তান রয়েছে। জানা গেছে, গত দেড় বছর আগে সবুজনগর গ্রামের মালেক পাহলানের ছেলে মুসার সঙ্গে পারিবারিক সম্মতিতে কইতোরী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এর জেরে রবিবার বেলা ১১টার দিকে কইতোরী বেগম স্বামীর বসতঘরের আঁড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্বজনেরা কইতোরীকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে বরিশাল নেয়ার পথে কইতোরী বেগমের মৃত্যু হয়।
×