ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় হত্যাকারীর ফাঁসির দাবি

প্রকাশিত: ১০:৪১, ১৩ মে ২০১৯

 সাতক্ষীরায় হত্যাকারীর ফাঁসির দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ মৎস্য ঘের কর্মচারী মোনায়েম হোসেন গাইন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ ঘটনার জন্য দায়ী করে শোভনালী ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীদের ফাঁসির দাবিও তুলেছেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের স্ত্রীসহ চম্পাফুল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক মোজাম, ইউপি সদস্য নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা জয়নুদ্দিন গাজী, শিক্ষক রাজ্জাক গাইন, তছলিম রহমান বাচ্চু প্রমুখ। মানববন্ধনে বক্তারা, মৎস্য ঘের কর্মচারী মোনায়েম হোসেন গাইন হত্যাকা-ে জড়িত আশাশুনির শোভনালী ইউপি চেয়ারম্যান মোনায়েম সানাসহ ১৯ আসামির ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, গত ১ মে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর বিলে বিরোধপূর্ণ প্রায় ২২ বিঘা জমির মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোনায়েম হোসেন সানা ও তার সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত হন মোনায়েম হোসেন গাইন।
×