ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে হত্যা চেষ্টা মামলায় একজনের যাবজ্জীবন

প্রকাশিত: ১০:৩৯, ১৩ মে ২০১৯

 কুড়িগ্রামে হত্যা চেষ্টা মামলায় একজনের  যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ চিলমারীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে আব্দুর রহমান নামে একজনকে হত্যাচেষ্টার অভিযোগে আব্দুল গণি (৪৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ প্রদান করেন জেলা ও দায়রা জজ মুন্সী রফিউল আলম। রায়ে অপর ৬ আসামিকে খালাস প্রদান করে আদালত। জানা গেছে, চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্ধা গ্রামের আব্দুর রহমানের সঙ্গে প্রতিবেশী আমজাদ হোসেন গংদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত ১৩ এপ্রিল ২০০২ সালে সকাল ৮টার দিকে আব্দুর রহমান তার ইরি জমিতে শ্যালোয় পানি দিতে গেলে আব্দুল হাকিমের বাড়ির সামনে আসামিরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এতে আব্দুর রহমান গুরুতর আহত হয়।
×