ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে গৃহবধূ হত্যার আসামি বন্দুকযুদ্ধে নিহত

প্রকাশিত: ১০:৩৮, ১৩ মে ২০১৯

 চট্টগ্রামে গৃহবধূ  হত্যার আসামি  বন্দুকযুদ্ধে  নিহত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর বাকলিয়া এলাকায় এক গৃহবধূ হত্যার ঘটনায় প্রধান আসামি শাহ আলম পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। আহত হয়েছেন চার পুলিশ সদস্য। রবিবার ভোরে বাকলিয়া বলিরহাট সংলগ্ন কর্ণফুলী পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ গৃহবধূ হত্যায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে। বাকলিয়া থানা পুলিশ জানায়, শনিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বুবলি আক্তার (২৮) নামের এক গৃহবধূ। শাহ আলম (৩৮) ছিলেন ওই গৃহবধূ হত্যাকান্ডের প্রধান আসামি। রাতে বলিরহাটে বজ্রঘোনা এলাকায় মদিনা মসজিদের পাশের একটি বাড়িতে ঢুকে বুবলিকে গুলি করে হত্যা করা হয়। পূর্ব শত্রুতার জের ধরে বুবলির বাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। শাহ আলমের নেতৃত্বে আরও কয়েকজন এতে যোগ দেয়। তাদের টার্গেট ছিল বুবলির ভাই। ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান বুবলি। অস্ত্রধারীরা বাসায় ঢুকে রুবেলকে খুঁজতে থাকলে বোন বাধা দেন। তখন তার মুখে পিস্তর ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়। পুলিশ এ ঘটনায় দুইজনকে আটক করে। তাদের নাম নুর আলম ও নুর নবী। এর মধ্যে নুর আলম প্রধান আসামি নিহত শাহ আলমেরই ভাই। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ভোরে পুলিশ শাহ আলম ও সহযোগীদের গ্রেফতার করতে গেলে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সন্ত্রাসীকে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় শাহ আলমের মৃত্যু হয়। পুলিশ সেখান থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ সময় কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিনসহ চার পুলিশ সদস্য আহত হন। আহত অন্যরা হলেন এসআই জামাল চৌধুরী, এএসআই বিল্লাল ও এএসআই মোরশেদ।
×