ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোলায় পৌর স্টাফদের ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ১০:৩৭, ১৩ মে ২০১৯

 ভোলায় পৌর স্টাফদের ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১২ মে ॥ ভোলায় পৌরসভার কাউন্সিলর ও স্টাফ দ্বন্দ্বের ৩ দিন পর অবশেষে রবিবার পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ধর্মঘট প্রত্যাহারে নাগরিক জীবনে স্বস্তি ফিরে এসেছে। পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মেয়র জানান, তিনি বেশ কিছুদিন স্টেশনে ছিলেন না। এর মধ্যে কাউন্সিলর ও স্টাফদের মধ্যে ভুল বোঝাবুঝি ও বাগবিতন্ডাসহ অশোভনীয় পরিস্থিতির সৃষ্টি হয়। আর এতেই স্টাফরা নাগরিক সেবা বন্ধ করে দেয়াসহ সকল কার্যক্রম বন্ধ রেখে ধর্মঘট পালন করতে থাকেন। পবিত্র রমজান মাসে নাগরিকদের দুর্ভোগ লাঘবে তিনি এলাকায় ছুটে আসেন বলেও জানান মেয়র। এদিকে দুপুরে ঢাকা থেকে ভোলায় আসেন পৌর সার্ভিস এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলিম মোল্লা, বরিশাল বিভাগীয় কমিটির সম্পাদক প্রকৌশলী শহীদুল ইসলাম, বিভাগীয় যুগ্ম সম্পাদক রাসেদ বিল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ পৌর স্টাফ ও কাউন্সিলরদের নিয়ে বৈঠক করে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেন। এর পরেই ধর্মঘট প্রত্যাহার করা হয়। অপরদিকে পৌরসভার কাউন্সিলগণ নাগরিক দুর্ভোগের জন্য পৌরসভার স্টাফ কর আদায়কারী মীর আলাউদ্দিনকে দায়ী করে সংবাদ সম্মেলন করেছেন। রবিবার সকালে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে পৌরসভার কর আদায়কারী ও ভোলা সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি মীর আলাউদ্দিনের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরেন। ওই কর্মচারী ধর্মঘট ডেকে জনদুর্ভোগ সৃষ্টি করেন বলেও অভিযোগ করেন।
×