ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে পাঁচ পণ্য নিয়ে খোলাবাজারে টিসিবি

প্রকাশিত: ১০:৩৫, ১৩ মে ২০১৯

 কুড়িগ্রামে পাঁচ পণ্য নিয়ে খোলাবাজারে টিসিবি

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামে টিসিবি’র সকল ডিলাররা পণ্য উত্তোলন না করায় সরকারের দেয়া ন্যায্যমূল্য পণ্য ক্রয় থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। টিসিবি’র দেয়া পাঁচটি পণ্য ডিলাররা বিক্রি শুরু করলেও প্রতিবারের ন্যায় এবারও অগোছালো আর অব্যবস্থাপনায় চলছে পণ্য বিক্রি। সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য রমজান মাসে স্থানীয় বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঠিক রাখতে সরকার ভর্তুকি দিয়ে ৬টি পণ্য খোলাবাজারে বিক্রি শুরু করেছে। সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও শুরু হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র এই কার্যক্রম। তেল, চিনি, খেজুর, ছোলা এবং ডাল বিক্রয় করেছে প্রতিষ্ঠানটি। টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম চলবে রমজানের শেষ দিন পর্যন্ত। এ পণ্যগুলো টিসিবির ট্রাক ও নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে কেনার কথা থাকলেও জেলার শুধুমাত্র দু’জন ডিলার ট্রাকে করে পণ্য বিক্রি করছে। গতবছরের তুলনায় ভোক্তাদের জন্য কম দরে এ বছর প্রতি কেজি চিনি ৪৭ টাকা, মসুর ডাল ৪৪ টাকা এবং সয়াবিন তেল ৮৫ টাকা, ছোলা ৬০ টাকা এবং খেজুর ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
×