ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেয়ারবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ১০:৩০, ১৩ মে ২০১৯

শেয়ারবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৃহস্পতিবার সামান্য সূচক বাড়লেও রবিবার পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। একইসঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২১৯ ও ১৮৪৬ পয়েন্টে। এদিন ডিএসইতে ৩৫৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৭৬ কোটি টাকার। এ হিসাবে লেনদেন কমেছে ১৬ কোটি টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানির মধ্যে ১৫৩টি বা ৪৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৫০টি বা ৪৩ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি বা ১৩ শতাংশ কোম্পানির। টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফরচুন সুজের। এদিন কোম্পানির ২০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ১২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে পাওয়ার গ্রিডের। সার্বিক লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছেÑ এস্কোয়ার নিট কম্পোজিট, ওয়াইম্যাক্স, ইন্দো-বাংলা ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবলস, মুন্নু সিরামিক, লাফার্জ হোলসিম এবং এসএস স্টিল। দিনটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে আরএন স্পিনিংয়ের। গত বৃহস্পতিবার আরএন স্পিনিংয়ের শেয়ার দর ছিল ৬ টাকায়। রবিবার লেনদেন শেষে এর শেয়ার দর বেড়েছে দাঁড়ায় ৬.৬০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ০.৬০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আরএন স্পিনিং ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে এই তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওয়াইম্যাক্সের ৯.৮৮ শতাংশ, আমরা নেটওয়ার্কসের ৯.৬৭ শতাংশ, এাপোলো ইস্পাতের ৮.৪৫ শতাংশ এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের ৬.৪৫ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৬.৩৮ শতাংশ, জেনারেশন নেক্সটের ৫.৭৬ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৫.৪৯ শতাংশ, পাওয়ার গ্রিডের ৫.২৩ শতাংশ এবং ফ্যামিলিটেক্সের শেয়ার দর ৪.৭৬ শতাংশ বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৭৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৪টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর। গতকাল ২২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×