ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আয়না’

প্রকাশিত: ১০:২৮, ১৩ মে ২০১৯

 মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আয়না’

সংস্কৃতি ডেস্ক ॥ প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত হলো নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আয়না’। ‘আয়না’ চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন স্ম্যাক আজাদ। ‘আয়না’ চলচ্চিত্রে অভিনয় করেছেন ফয়সাল হাসান, সুমাইয়া চৌধুরী কৃতিকা, রিমা খানম তিশা, নিশির সরেন, শাওন, রুবেল প্রমুখ। জয় আব্রাহামের চিত্রগ্রহণে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সম্পাদনা ও রংবিন্যাস করেছেন রনি খান জিতু। ফিল্ম্যানিয়াকের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মূলত একটি সিরিজ শর্টফিল্মের অংশ। লায়নিক মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে এখন থেকে লাভ সিরিজ শিরোনামে ধারাবাহিকভাবে নতুন নতুন গল্পের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি দেয়া হবে। এর মধ্যেই আরও ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নির্মাণ কাজ শেষ হয়েছে বলে প্রযোজনা প্রতিষ্ঠানসূত্রে জানা গেছে।
×