ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফটোফ্রেমের আদলে বাড়ি

প্রকাশিত: ১০:১৬, ১৩ মে ২০১৯

 ফটোফ্রেমের আদলে বাড়ি

দুবাইয়ের জাবিল পার্কে অবস্থিত একটি বাড়ি ফটোফ্রেমের আদলে তৈরি হয়েছে। এর ছাদ থেকে নতুন ও পুরনো দুবাই শহর দেখা যায়। নির্মাণে খরচ হয় ১৬ কোটি দিরহাম। ভবনটি উচ্চতায় ১৫০.২৪ মিটার। ৫০তলা ভবনটির গ্লাস টাওয়ারটি প্রায় পাঁচ শ ফুট লম্বা দুটি ফ্রেম দিয়ে তৈরি। বিশ্বের বৃহত্তম ফ্রেমও এটি। শুধু কাচ নয়, স্টিল, এ্যালুমিনিয়াম, রিএনফোর্সড কংক্রিটও ব্যবহার করা হয়েছে এতে। ফরাসি স্থপতি ফার্নান্দো দোনিস এর নক্সা করেন -দুবাই কনফিডেন্টশিয়াল
×