ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইরিশদের হারিয়ে ফাইনালে ক্যারিবীয়রা

প্রকাশিত: ১৩:০৫, ১২ মে ২০১৯

আইরিশদের হারিয়ে  ফাইনালে  ক্যারিবীয়রা

স্পোর্টস রিপোর্টার ॥ এক ম্যাচ হাতে রেখেই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার ডাবলিনের দ্য ভিলেজে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে ৫ উইকেটে হারায় স্বাগতিক আয়ারল্যান্ডকে। তিন খেলায় দুই জয় ও ১ হারে মোট ৯ পয়েন্ট (বোনাস পয়েন্টসহ) নিয়ে ক্যারিবিয়রা চলে গেল ফাইনালে। সমান ম্যাচে ২ হার ও ১ পরিত্যক্ততে ২ পয়েন্ট নিয়ে তিন দলের মধ্যে তলানীতে অবস্থান করছে আইরিশরা। তাদের উপরেই আছে বাংলাদেশ। ২ খেলায় ১ জয় ও ১ পরিত্যক্ততে ৬ পয়েন্ট (বোনাস পয়েন্টসহ) তাদের। এখন বাংলাদেশ-আয়ারল্যান্ড দু’দলেরই আছে ফাইনালে যাবার সুযোগ। এক্ষেত্রে তুলনামূলক সুবিধাজনক স্থানে আছে লাল-সবুজ বাহিনী। তাদের হাতে আছে ২টি ম্যাচ। আর আয়ারল্যান্ডের হাতে আছে মাত্র ১টি ম্যাচ। শনিবারের ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং বেছে নেয় আয়ারল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট ৩২৭ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দেয় প্রতিপক্ষের প্রতি। ওয়ানডাউন ব্যাটসম্যান এ্যান্ড্রু বালবিরিনাই হাঁকান অনবদ্য শতক (১২৪ বলে ১৩৫ রান, ৪-১১, ৬-৪)। এছাড়া অর্ধশতক হাঁকান ওপেনার পল স্টারলিং (৭৭) এবং পাঁচ নম্বরে নামা কেভিন ও’ ব্রায়েন (৬৩)। উইন্ডিজ গোলকবাজদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন শ্যানন গ্যাব্রিয়েল (২/৪৭)। এছাড়া ১টি করে উইকেট লাভ করেন মেলডন কট্রেল, জ্যাসন হোল্ডার এবং জোনাথন কার্টার। জবাবে ব্যাট করতে নেমে ১৩ বল হাতে রেখেই ৫ উইকেটে সহজেই ম্যাচ জিতে নেয় দু’বারের আইসিসি বিশ^কাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার সুনীল আমব্রিস দলের জয়ে সবচেয়ে বেশি অবদান রাখেন। তিনি হাঁকান অসাধারণ সেঞ্চুরি। মাত্র ১২৬ বলে করেন ১৪৮ রান (৪-১৯, ৬-১)। এছাড়া উল্লেখযোগ্য রান সংগ্রাহক ছিলেন রোস্টন চেস (৪৬), জোনাথন কার্টার (৪৩*) এবং অধিনায়ক জ্যাসন হোল্ডার (৩৬)। ৩৩১ রান করে ক্যারিবিয় দল। আইরিশ বোলারদের মধ্যে বয়েড র‌্যানকিন সবচেয়ে বেশি উইকেট শিকার করেন (৩/৬৫)।
×