ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে পাঁচ তারকা হোটেলে বন্দুকধারীর হামলা, নিহত ১

প্রকাশিত: ১৩:০৫, ১২ মে ২০১৯

পাকিস্তানে পাঁচ তারকা  হোটেলে বন্দুকধারীর  হামলা, নিহত ১

জনকণ্ঠ ডেস্ক ॥ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গুয়াদার শহরে শনিবার বিকেলে পাঁচ তারকা পার্ল কন্টিনেন্টাল (পিসি) হোটেলে বন্দুকধারীর হামলায় অন্তত এক ব্যক্তি নিহত হয়েছেন। একজন নিহতের কথা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর)। এক বিবৃতিতে বলেছে, তিন বন্দুকধারী হোটেলে প্রবেশের চেষ্টার সময় এক নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল। খবর জিও নিউজের। আইএসপিআর জানিয়েছে, বিলাসবহুল হোটেলটিতে অবস্থানরতদের নিরাপদে বের করে আনা হয়েছে। সন্ত্রাসীরা হোটেলের টপ ফ্লোরে সিঁড়িতে আটকা পড়েছে। স্থানীয়রা জানিয়েছে, হোটেলে সন্ত্রাসীরা প্রবেশের সময় বেশ কয়েকটি গুলির শব্দ শোনা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তারক্ষীরা পুরো হোটেল ঘিরে রেখেছে। প্রাদেশিক তথ্যমন্ত্রী জহুর বুলেডি জানান, তাৎক্ষণিকভাবে হোটেলের প্রাঙ্গণ ঘিরে রাখে নিরাপত্তাবাহিনী। বিলাসবহুল পার্ল কন্টিনেন্টাল হোটেলটি বন্দরনগরী গুয়াদারে অবস্থিত। কোটি ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পে গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে হোটেলটির। এর আগে গুয়াদার থানার কর্মকর্তা আসলাম বাংগুলজাই জানান, পার্ল কন্টিনেন্টাল হোটেলে স্থানীয় সময় শনিবার বিকেল ৪টা ৫০ মিনিটে ৩ থেকে ৪ বন্দুকধারী হামলা চালায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, এ্যান্টি টেররিজম ফোর্স ও সেনারা উপস্থিত রয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহসিন হাসান বাট জানান, দুই থেকে তিন বন্দুকধারী গুলি শুরু করে এবং তারা হোটেলে প্রবেশ করেছে। হামলার সময় হোটেলটিতে কোন বিদেশী নাগরিক ছিলেন না। যারা ছিলেন তারা সবাই হোটেলের কর্মী। সেখানে অবস্থানরত ৯৫ শতাংশ মানুষকে বের করে আনা হয়েছে।
×