ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বুটজোড়া তুলে রাখলেন তোরে

প্রকাশিত: ১০:২২, ১২ মে ২০১৯

 বুটজোড়া তুলে রাখলেন তোরে

স্পোর্টস রিপোর্টার ॥ তিন বছর আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন। এবার সবধরনের ফুটবলকেই বিদায় জানালেন আইভোরি কোস্টের সাবেক এবং ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ইয়া ইয়া তোরে। এথেন্সের ক্লাব অলিম্পিয়াকোসে ছিলেন গত বছর থেকে। এখন ৩৫ বছর বয়সে একেবারেই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তোরে। বিষয়টি নিশ্চিত করেছেন তার এজেন্ট দিমিত্রি সেলুক। আইভোরিয়ান মিডফিল্ডার পেশাদারী ফুটবল ক্যারিয়ারে সফল অধ্যায় কাটিয়েছেন বার্সিলোনা ও ম্যানচেস্টার সিটিতে। ২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন তিনি। এবার খেলোয়াড়ী ক্যারিয়ারের ইতি টানলেন। অবশ্য বুট জোড়া তুলে রাখলেও ফুটবল ছাড়ছেন না তোরে। ভবিষ্যতে কোচিংয়ে দেখা যাবে তাকে। এজেন্ট সেলুক টুইটারে এ বিষয়ে লিখেছেন, ‘ইয়া ইয়া তোরে তার খেলোয়াড়ী ক্যারিয়ার শেষ করেছেন। এরপর কোচিংয়ে ক্যারিয়ার শুরু করবেন।’ জাত মিডফিল্ডার হলেও এক সময় দলের প্রয়োজনে সেন্টার ব্যাকেও খেলেছেন তোরে। আফ্রিকার সর্বকালের সেরা ফুটবলারদের একজন হিসেবে বিবেচিত হন তিনি। আইভোরি কোস্টের জার্সিতে ২০১৫ সালে আফ্রিকান কাপ অব নেশন্স জিতেছেন এই ৩৫ বছর বয়সী তারকা। তার ঝুলিতে বার্সিলোনার হয়ে ২০০৮-০৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ ও দুইটি লা লিগা শিরোপাও আছে। ২০১০ সালে বার্সা থেকে ২৪ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তোরে। রবার্তো ম্যানচিনির অধীনে দুরন্ত হয়ে ওঠেন তিনি। ম্যানসিটি প্রিমিয়ার লীগ, এফএ কাপ, লীগ কাপ ও কমিউনিটি শিল্ড জিতেছে যখন তোরে ক্লাবটিতে খেলেছিলেন। এক সময় সিটিজেনদের প্রাণপ্রিয় তারকা থাকলেও পেপ গার্ডিওলা অধ্যায়ে অপাংক্তেয় হয়ে পড়েন তিনি। ফলে ২০১৮ সালে ইতিহাদ স্টেডিয়াম ছেড়ে দ্বিতীয়বারের মতো যোগ দেন গ্রীক ক্লাব অলিম্পিয়াকোসে। গত ডিসেম্বরে সেই চুক্তিটিও শেষ হয়ে যায়। এরপর থেকে মাঠে দেখা যায়নি তোরেকে। তোরের সাবেক ক্লাব সিটি তার অর্জিত সকল শিরোপার নাম উল্লেখ করে অফিসিয়াল টুইটার পেজে লিখেছে, ‘সিটি কিংবদন্তি, অশেষ শুভ কামনা রইল!’ সিটি তাদের সাবেক এই তারকাকে জন্মদিনের আগাম শুভেচ্ছাও জানিয়েছে। ১৩ মে ৩৬ বছরে পা রাখবেন তোরে।
×