ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বার্সার হারে মেসিকে কখনই দায়ী করা হয় না ॥ রোনাল্ডো

প্রকাশিত: ১০:২১, ১২ মে ২০১৯

 বার্সার হারে মেসিকে কখনই দায়ী করা  হয় না ॥ রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্ভাগ্যই বলতে হবে বার্সিলোনার। চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে থাকার পরও দ্বিতীয় লেগে ৪-০ ব্যবধানে হার। স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে অবিশ্বাস্য কামব্যাকের গল্প রচনা করে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার এই টুর্নামেন্টের ফাইনালে চলে গেছে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে না উঠতে পারার ব্যর্থতা পোড়াচ্ছে কাতালানদের। এ ব্যর্থতার দায় অনেকের মাঝেই ভাগাভাগি করা হচ্ছে। কেউ কোচ আর্নেস্টো ভালভার্ডের ওপর দোষ চাপাচ্ছেন, কেউবা ক্লাবের ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় ফিলিপে কুটিনহোকে। এভাবে দোষ কারও ঘাড়ে তুলে দেয়াটা একদমই পছন্দ হচ্ছে না ক্লাবটির সাবেক কিংবদন্তি ফুটবলার রোনাল্ডোর। স্প্যানিশ লা লীগার দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা। দুটি ক্লাবের জার্সিতেই খেলার অভিজ্ঞতা আছে তার। ব্রাজিলিয়ান ফুটবলের জীবন্ত কিংবদন্তি রোনাল্ডো বলেন, ‘বার্সিলোনার একটি অসাধারণ দল আছে। ওদের দলে মেসির মতো বিশ্বের সেরা খেলোয়াড়ও আছে। সেদিন ওরা যখন হারল তার কারণ ভালভার্ডে, কুটিনহো... কিন্তু কখনই মেসি নয়। আবার ওরা যখন জেতে সেটা শুধু মেসির জন্য। এটা দলের অন্য সব খেলোয়াড় ও কোচের জন্য অপমানদায়ক।’ ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগের সেমি-ফাইনালে কোন দল প্রথম লেগে তিন গোলের লিড নিয়েও ছিটকে যায় বার্সা। যদিও গত আসরে প্রায় একই ঘটনা ঘটেছিল। তবে সেবার ম্যাচটি ছিল কোয়ার্টার ফাইনালে। ন্যুক্যাম্পে রোমাকে ৪-১ গোলে হারিয়েছিল তারা। কিন্তু প্রতিপক্ষের মাঠে গিয়ে ০-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নেয় কাতালান ক্লাবটি। শুধু গত মৌসুমেই কেন? ২০১৪-১৫ মৌসুমের পর আর চ্যাম্পিয়ন্স লীগের এই টুর্নামেন্টের শিরোপা জয় তো দূরের কথা ফাইনালেই উঠতে পারেনি বার্সিলোনা। অথচ এই সময়ে রাজত্ব করেছে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লীগের যুগে ইতিহাসের প্রথম দল হিসেবে টানা হ্যাটট্রিক শিরোপা জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়ে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে লিভারপুলকে হারিয়েই এই কীর্তি গড়েছিল রিয়াল মাদ্রিদ। লিভারপুল অবশ্য এবারও ফাইনালের টিকেট কেটেছে। তবে দর্শক হিসেবে রোনাল্ডো মনে করেন বার্সিলোনার বিপক্ষে লিভারপুলের দ্বিতীয় লেগের জয় কোন চমক নয়, ‘যখন একটি দল বেশি অনুপ্রাণিত থাকে অন্য দলের চেয়ে বেশি তীব্রতা থাকে খেলার মাঝে, তখন প্রত্যাবর্তন হবেই। লিভারপুলের আক্রমণের তীব্রতা বার্সিলোনারও জানা ছিল, কিন্তু ওদের ভাগ্য ভাল ছিল না। প্রথম লেগে বার্সিলোনা ভাল খেলেছে, মেসি অসাধারণ পারফর্ম করেছে। কিন্তু পরের লেগে খেলা, তীব্র আকাক্সক্ষা দিয়ে লিভারপুল ওদের হারিয়ে দিয়েছে।’
×