ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিএলে চেন্নাই- মুম্বাই শিরোপা লড়াই আজ

প্রকাশিত: ১০:১৭, ১২ মে ২০১৯

আইপিএলে চেন্নাই- মুম্বাই শিরোপা  লড়াই আজ

শাকিল আহমেদ মিরাজ ॥ বহুল আলোচিত, সমালোচিত, বিতর্কিত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১২তম আসরের শিরোপা লড়াই আজ। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গ্রান্ড ফাইনালে মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম কোয়ালিফায়ারে এই চেন্নাইকেই ৬ উইকেটে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করে মুম্বাই। এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২ উইকেটের নাটকীয় জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছিল আসরের চমক দিল্লী ক্যাপিটালস। কিন্তু পরশু দ্বিতীয় কোয়ালিফায়ারে আর পেরে ওঠেনি শ্রেয়াশ আইয়ারের দল। ৬ উইকেটের জয়ে ফাইনালে উঠে আসে ‘ক্যাপ্টেন কুল’ ধোনির চেন্নাই। আগের ১১ আসরে দু’দলই সমান তিনবার করে শিরোপা জয় করে। গতবার সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শেষ হাসি হেসেছিল চেন্নাই। আইপিএল ইতিহাসে চেন্নাই-মুম্বাই চতুর্থ ফাইনাল এটি। খেলা শুরু বাংলাদেশ সময় রাত আটটায়। গত এগারো আসরে চ্যাম্পিয়ন দলগুলো হচ্ছে- রাজস্থান (২০০৮), ডেকান চার্জার্স (২০০৯), চেন্নাই (২০১০, ২০১১, ২০১৮), কলকাতা (২০১২, ২০১৪), মুম্বাই (২০১৩, ২০১৫, ২০১৭) ও হায়দরাবাদ (২০১৬)। ২০১০, ২০১৩ ও ২০১৫Ñ এ পর্যন্ত তিনবার ফাইনালে মুখোমুখি হয় চেন্নাই ও মুম্বাই। জাতীয় নির্বাচনের কারণে এবারের আইপিএল ভারতের বাইরে সরিয়ে নেয়ার কথা শোনা যাচ্ছিল। এ মাসেই আবার ইংল্যান্ডে বসতে যাচ্ছে ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসর। নানান জটিলতায় একাধিকবার পরিবর্তনের পর গত ২৩ মার্চ ভারতেই শুরু হয় এবারের টুর্নামেন্ট। বিশ্বকাপের আগে প্রায় পৌনে দুই মাসব্যাপী এমন একটি কঠিন আসর নিয়ে বিতর্ক ছিল বিশ্বব্যাপী। ডেল স্টেইন, কাগিসো রাবাদা, কেদার যাদবসহ অনেক তারকা পড়েছেন ইনজুরির কবলে। ক্লান্ত ধোনির এয়ারপোর্টের মেঝেয় ঘুমিয়ে পড়ার দৃশ্য ভাইরাল হয়েছে মিডিয়ায়। রবিচন্দ্রন অশ্বিনসহ একাধিক ক্রিকেটারের স্পোর্টিং মনোভাব নিয়ে ছিল নেতিবাচক আলোচনা। এমনি সমালোচনা আর বিতর্কের মাঝে আজ শেষ হচ্ছে ভারতের ঘরোয়া ক্রিকেটের এই টি২০ আসর। ৩ এপ্রিল ঘরের মাঠ মুম্বাইয়ে লীগপর্বের প্রথম দেখায় চেন্নাইকে ৩৭ রানে হারিয়েছিল মুম্বাই। অপরাজিত ২৫ রানের পর বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন অলরাউন্ডার হারদিক পান্ডিয়া। ২৬ এপ্রিল নিজেদের মাঠে ফিরতি ম্যাচেও মুম্বাইর সঙ্গে পেরে ওঠেনি চেন্নাই। এবার ধোনিদের হার ৪৬ রানে। ৬৭ রানের ম্যারাথন ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা মুম্বাই অধিনায়ক রেহিত শর্মা। সর্বশেষ প্রথম কোয়ালিফায়ারেও সেই ধারা অব্যাহত রাখে ইন্ডিয়ান্স শিবির। ঘরের মাঠ চেন্নাইয়ে ৪ উইকেটে মাত্র ১৩১ রানে থামে ধোনিদের সংগ্রহ। জবাবে ২.৩ ওভার আগেই সমান উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই। ৫৪ বলে ৭১ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে নায়ক বনে যান সূর্যকুমার যাদব। মুখোমুখি তিন ম্যাচের সবকটি জিতে ফাইনালে আত্মবিশ্বাসী রোহিতের দলে আছেন কুইন্টন ডি কক, ইশান কিশান, কাইরন পোলার্ডের মতো ব্যাটসম্যান। অলরাউন্ড নৈপুণ্যে আলো ছড়ানো হারদিক পা-িয়ার কথাও আলাদা করে বলতে হবে। লাসিথ মালিঙ্গা, দীপক চাহার, জাসপ্রিত বুমরাহ, পান্ডিয়াদের নিয়ে বোলিং আক্রমণও দুর্দান্ত। অন্যদিকে চেন্নাইর বড় সম্পদ ‘ক্যাপ্টেন কুল’ ধোনির নেতৃত্ব। ক্ষুরধার মস্তিষ্ক, একটি ফিল্ডিং পরিবর্তন কিংবা একটি রিভিউয়ের মাধ্যমেই যিনি সমীকরণ বদলে দিতে পারেন। ব্যাট হাতেও দারুণ ছন্দে রয়েছেন ভারতের দু’দুটি বিশ্বকাপ জয়ের নায়ক। ব্যাটিংয়ে চেন্নাইর বড় শক্তি দুই ওপেনার ফ্যাফ ডুপ্লেসিস ও শেন ওয়াটসন। দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লীবধে দু’জনেই তুলে নিয়েছিলেন হাফ সেঞ্চুরি। আছেন সুরেশ রায়না, আমবাতি রাইডু, ডোয়াইন ব্রাভোর মতো ব্যাটসম্যান। বোলিংয়ে দলটির বড় শক্তি বর্ষীয়ান দুই স্পিনার ইমারন তাহির আর হরভজন সিং। পার্থক্য গড়ে দিতে পারেন রবীন্দ্র জাদেজাও। শিরোপা ধরে রাখতে তাহির-ভাজ্জিদের দিকেই বেশি করে তাকিয়ে থাকবেন ক্যাপ্টেন কুল ধোনি।
×