ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অর্ধ কোটি টাকার জালনোটসহ পাঁচ প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ১০:১৪, ১২ মে ২০১৯

 অর্ধ কোটি টাকার জালনোটসহ  পাঁচ প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার জালনোটসহ তিন জালটাকা প্রস্তুতকারী ও পাঁচ প্রতারক গ্রেফতার হয়েছে। শুক্রবার বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে গাড়ি চুরি ও ছিনতাই প্রতিরোধ দল রাজধানীর কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি বাড়ি থেকে জীবন ওরফে সবুজ (২৮) ও জামাল উদ্দিনকে (৩২) নামের দুই জন গ্রেফতার হয়। তাদের কাছ থেকে ৭ লাখ টাকার জালনোট উদ্ধার হয়। গ্রেফতারকৃতদের তথ্য মোতাবেক ওইদিনই রাতে চকবাজারের ইসলামবাগের একটি বাড়ি থেকে ৩৮ লাখ ৬৮ হাজার টাকার জালনোট ও বিপুল পরিমাণ জালটাকা তৈরির সরঞ্জামাদিসহ বাবুল ওরফে বাবু (২৪) গ্রেফতার হয়। গ্রেফতারকৃতরা জালটাকা তৈরি করে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরসহ দেশের সব জেলায় পাঠাত। রোজায় কেনাকাটা বেশি হওয়ার সুযোগে তারা জালটাকা চালিয়ে দেয়ার চেষ্টা করছিল। এছাড়া ঈদকে সামনে রেখে তারা জালনোট জড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছিল। এদিকে শুক্রবার রাত আটটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে গ্রেফতার হয় পাঁচ প্রতারক। গ্রেফতারকৃতরা হচ্ছে, শাহিনুর আলম (২৮), সাহিদ আল ইসলাম (২৪), সেলিম (২৩), সেলিম হোসেন (৩৫) ও জিবারুল ইসলাম (৩৬)। গ্রেফতারকৃতরা চাকরি প্রার্থীদের টার্গেট করত। এরপর তাদের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিত।
×