ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বুদ্ধ পূর্ণিমায় জঙ্গী হামলার আশঙ্কা

প্রকাশিত: ১০:০৫, ১২ মে ২০১৯

 বাংলাদেশ ও  পশ্চিমবঙ্গে  বুদ্ধ পূর্ণিমায়  জঙ্গী হামলার  আশঙ্কা

বাংলা ট্রিবিউন ॥ বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব বুদ্ধ পূর্ণিমাতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে জঙ্গী হামলার আশঙ্কায় সতর্কতা জানিয়েছে ভারতের একটি গোয়েন্দা সংস্থা। ১২ মে বুদ্ধ পূর্ণিমায় হামলার আশঙ্কায় ইতোমধ্যে পশ্চিমবঙ্গে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, এই সতর্কতার কথা জানিয়েছে ইন্টেলিজেন্স বুরো (আইবি)। এই সম্ভাব্য হামলা চালাতে পারে জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) বা ইসলামিক স্টেট (আইএস)। বুদ্ধ পূর্ণিমায় হামলার আশঙ্কার পাশাপাশি আইবি জানিয়েছে, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে হিন্দু বা বৌদ্ধ মন্দিরে হামলা চালানো হতে পারে। শুক্রবার এই সতর্ক বার্তা পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। গত মাসে ইস্টার সানডে তে শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার পর পশ্চিমবঙ্গে সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়। হিন্দু ও বৌদ্ধ মন্দিরে নিরাপত্তা জোরদার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। এর আগে ২৭ এপ্রিল আইএসপন্থী একটি টেলিগ্রাম চ্যানেলে বাংলায় প্রকাশিত একটি বার্তায় ঘোষণা দেয়া হয়েছিল, ‘শীঘ্রই আসছি’।
×