ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রত্নাগর্ভা মা-২০১৮’

আজ সম্মাননা পাচ্ছেন ৩৫ মা

প্রকাশিত: ১০:০২, ১২ মে ২০১৯

 আজ সম্মাননা  পাচ্ছেন  ৩৫ মা

স্টাফ রিপোর্টার ॥ ‘রত্নাগর্ভা মা-২০১৮’ সম্মাননাপ্রাপ্ত মায়েদের নাম ঘোষণা করা হয়েছে। আজাদ প্রোডাক্টস্ প্রবর্তিত মর্যাদাপূর্ণ এই সম্মাননা পাচ্ছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার অমরেশ রায়ের মা নির্মলা রাণী রায়সহ দু’টি ক্যাটাগরিতে মোট ৩৫ জন মা। এছাড়া এবারের ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ এ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন কবি আসাদ চৌধুরী। শনিবার রাজধানীর পুরানা পল্টনের আজাদ সেন্টারে এক সংবাদ সম্মেলনে আজাদ প্রোডাক্টস্ (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ ‘রত্নাগর্ভা মা-২০১৮’ সম্মাননার জন্য মনোনীত মায়েদের নাম ঘোষণা করেন। একই সঙ্গে ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ এ্যাওয়ার্ডেরও ঘোষণা করেন তিনি। ২০০৩ সাল থেকে আজাদ প্রোডাক্টস্ এই সম্মাননা দিয়ে আসছে। আজ রবিবার ‘মা দিবস’-এর দিনে সকাল ১০টায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী সেন্টারে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ২০১৮ সালের জন্য সম্মাননাপ্রাপ্ত সব রত্নাগর্ভা মায়ের হাতে সম্মাননা তুলে দেয়া হবে। ‘রত্নাগর্ভা মা-২০১৮’ হিসেবে সাধারণ ক্যাটাগরিতে ২৫ জন এবং বিশেষ ক্যাটাগরিতে ১০ জন মা সম্মাননা পেতে যাচ্ছেন। সাধারণ ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন ফাতেমা ইসলাম শিরীন, রওশনারা বেগম, রহিমা খাতুন, আপেল রানী সাহা, হামিদা রাজ্জাক, মমতা বেগম, দৌলত আরা বেগম, হোসনে আরা বেগম, কাজী জাহানারা হোসেন, সালেহা হক, আয়েশা খাতুন, নহৃরুননেছা, আফিয়া সোলায়মান, ফজিলাতুন্নেসা, রোমেলি বড়ুয়া, রাবিয়া আলম, মনোয়ারা বেগম, সেলিন ডি কস্টøা, জোহরা আককাজ, রোকেয়া বেগম, জোবাইদা হক, মেহেরুন্নেছা, নির্মলা রাণী রায়, রিজিয়া কামাল এবং সুফিয়া খাতুন। বিশেষ ক্যাটাগরিতে এই সম্মাননার জন্য মনোনীত হয়েছেন গুলনাহার বেগম, তাহেরা খানম, ছালেহা খাতুন, রহিমা খাতুন, আনোয়ারা বেগম, দিলরুবা হক রুমা, তাহমিনা বেগম, রোকেয়া সিদ্দিকী, ডাঃ পারভীন হাকিম আনোয়ার এবং খন্দকার তহুরা। সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ বলেন, সুসন্তান গড়ার কারিগর হলেন মা। একজন মা-ই তার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার পথপ্রদর্শক। সাত বছর বয়সে তিনি তার মাকে হারিয়েছেন। এই কারণে মায়ের প্রতি ভালবাসা ও শিক্ষাক্ষেত্রে মায়েদের আরও সচেতন করার মানসে প্রতিবছর এই আয়োজন করেন। আগামীতে উপজেলা পর্যায় থেকে ‘রত্নাগর্ভা মা’ সম্মাননা দেয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, মায়েদের কল্যাণে আগামীতে ‘রত্নাগর্ভা মা ফাউন্ডেশন’ গঠন করা হবে। যেসব মাকে সন্তানরা দেখভাল করেন না, তাদের এই ফাউন্ডেশন থেকে সহায়তা দেয়া হবে। এছাড়া প্রতিটি উপজেলায় সংগঠন গড়ে তুলে ‘রত্নাগর্ভা মা এ্যাওয়ার্ড’ দেয়া হবে। তাদের সন্তানদের ব্যবসার জন্য পুঁজিও দেয়া হবে। আবুল কালাম আজাদ বলেন, একজন ভাল বাবা ছাড়া মায়েরা অনেক ক্ষেত্রেই সফল হতে পারেন না। এই কারণে রত্নাগর্ভা মায়েদের পাশাপাশি প্রতিবছর একজন করে বাবার হাতে ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ এ্যাওয়ার্ডও তুলে দিচ্ছেন তারা। যদি সন্তানরা মা-বাবাকে প্রকৃত অর্থে ভালবাসেন এবং শ্রদ্ধা করেন তাহলেই তাদের এই উদ্যোগ সফল হবে।
×