ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পার্বত্য সমস্যা নিয়ে ‘বিবর্ণ পাহাড়’ বইয়ের প্রকাশনা

প্রকাশিত: ০৯:৪১, ১২ মে ২০১৯

 পার্বত্য সমস্যা নিয়ে ‘বিবর্ণ পাহাড়’ বইয়ের  প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ পার্বত্য চট্টগ্রাম সমস্যা পার্বত্য চুক্তি বাস্তবায়নের বর্তমান অবস্থা ও প্রতিবন্ধকতাসহ সমস্যা সমাধানের উপায় সম্পর্কে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা হয়েছে ‘বিবর্ণ পাহাড় : পার্বত্য চট্টগ্রামের সমস্যা ও সমাধান’ শীর্ষক গ্রন্থে। মঙ্গল কুমার চাকমা রচিত বইটি একুশে গ্রন্থমেলায় বেরুলেও শনিবার অনুষ্ঠিত হয় প্রকাশনা উৎসব। এদিন সকালে ধানমন্ডি ডব্লিউভিএ মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচনের পাশাপাশাশি আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আদিবাসী ফোরাম। আলোচনা সভায় অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. সাদেকা হালিম, কবি ও সাংবাদিক সোহরাব হাসান। মিজানুর রহমান বলেন, দেশে যেরকম সংখ্যালঘুরা দেশ থেকে বিতাড়িত হচ্ছেন কিংবা দেশত্যাগে বাধ্য হচ্ছেন তারই একটি প্রভাব পাহাড়ে রয়েছে, সেখানেও যার যেভাবে সুযোগ হচ্ছে দেশত্যাগ করতে বাধ্য হচ্ছে। একজন আদিবাসী কেন দেশত্যাগ করে, সে কারণগুলো জানা এবং পাহাড়ের কান্না বোঝার জন্য এই বইটি পড়া জরুরী। পার্বত্য চট্টগ্রামের বিদ্যমান সমস্যা প্রসঙ্গে বলেন, কোন সমস্যার চরিত্র যদি হয় রাজনৈতিক তাহলে সেটা রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। পাহাড়ে মূল সমস্যা হচ্ছে ভূমি মালিকানার সমস্যা। ভূমি মালিকানার সমস্যা যদি সমাধান না হয় তাহলে অন্য কোন সমস্যা সমাধান হতে পারে না। বিবর্ণ পাহাড় বইয়ের শিরোনাম ধরে সাদেকা হালিম বলেন, আসলে পাহাড় তো বিবর্ণ ছিল না। সেটাকে বিবর্ণ করা হয়েছে। পাহাড়ে বিভিন্ন সংস্কৃতি দ্বারা আদিবাসী মানুষের জীবন বৈচিত্র্যময়। কিন্তু তাদের জীবন ব্যবস্থাকে আজ বিবর্ণ করে তোলা হয়েছে। ড. সাদেকা হালিম বলেন, এই বইটির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অনেক অজানা তথ্য বেরিয়ে এসেছে। কিন্তু তথ্যসূত্র ব্যবহার করা হলে আরও বেশি করে সঠিকভাবে পাঠকদের কাছে বইটি গ্রহণযোগ্যতা পেতো।
×