ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দেশের রাজনীতিতে বিএনপি-জামায়াত বিষফোঁড়া ॥ হানিফ

প্রকাশিত: ০৯:৪০, ১২ মে ২০১৯

 দেশের রাজনীতিতে  বিএনপি-জামায়াত বিষফোঁড়া ॥  হানিফ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শনিবার মহানগরীতে অনুষ্ঠিত বৃহত্তর চট্টগ্রামের সাত জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বাংলাদেশের রাজনীতির জন্য বিএনপি-জামায়াত ক্যান্সারের মতো বিষফোঁড়া বলে মন্তব্য করেছেন। বলেছেন, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এ বিষফোঁড়াকে চিরতরে উপড়ে ফেলতে হবে। সকালে নগরীর একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা আওয়ামী লীগের বিশেষ এ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে মাহবুবুল আলম হানিফ আরও বলেন, বিএনপি-জামায়াত হচ্ছে অশুভ শক্তি। দেশের রাজনীতিতে ক্যান্সারের মতো এ বিষফোঁড়া যতদিন অপসারণ করা না যায় ততদিন ঝুঁকি থেকে যায়। এরা যতদিন থাকবে ততদিন দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে। তিনি বলেন, সময় এসেছে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগের তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ যতই শক্তিশালী হবে দেশ ততই এগিয়ে যাবে। আর শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন দেশের উন্নয়ন হতেই থাকবে। নির্মাণাধীন কর্ণফুলী টানেল ও পদ্মা সেতু সম্পর্কে বিএনপি নেতা মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ফখরুল সাহেবের মতে এই দুই প্রকল্প নাকি জনগণের কোন কাজে আসবে না। আসলে তাদের মানসিকতাই উন্নয়ন বিরোধী। বিএনপি-জামায়াতের আমলে দুর্নীতির চিত্র তুলে ধরে হানিফ বলেন, ওই সময় হাওয়া ভবন এবং তারেক রহমানকে কমিশন দেয়া ব্যতিরেকে কোন ব্যবসাই করা যেত না। সভায় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, বিএনপিতে কোন আদর্শ নেই। তারা ক্ষমতার উচ্ছিষ্ট ভাড়া করা নেতাদের নিয়ে দল প্রতিষ্ঠা করেছেন। ঐক্যফ্রন্টে ঐক্য নেই। এই ঐক্যফ্রন্ট ভেঙ্গে যাচ্ছে। তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারী, সুবিধাবাদীদের বের করে দিতে হবে। এ প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে হবে। সংগঠনের আদর্শের চর্চা করতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের ডিজিটাল ডাটাবেজ তৈরির কাজও শুরু হয়েছে বলে জানান। দলে চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী এনামুল হক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, হুইপ শামসুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, উত্তর জেলা ভারপ্রাপ্ত সভাপতি একেএম ফজলে করিম চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ সালাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কক্সবাজারের সংসদ সদস্য সাইমুন সরোয়ার কমল, নজরুল ইসলাম চৌধুরী এমপি, এম এ লতিফ এমপি, মাহফুজুর রহমান মিতা এমপি, ওয়াসিকা আয়েশা খানম এমপি, খাদিজাতুল আনোয়ার সনি এমপি প্রমুখ।
×