ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চেয়ারম্যানের ফাঁসি দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ

প্রকাশিত: ০৯:১৪, ১২ মে ২০১৯

 চেয়ারম্যানের ফাঁসি  দাবিতে সড়ক  অবরোধ,  বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১১ মে ॥ চাচির সঙ্গে পরকীয়ার ঘটনায় ব্যবসায়ী সোহেলকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ইউপি চেয়ারম্যানসহ খুনীদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজৈর উপজেলার সাধুর ব্রিজ এলাকায় ঘণ্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়। জানা গেছে. ব্যবসায়ী সোহেল হাওলাদারকে হত্যার প্রতিবাদে শনিবার সকালে নিজ বাড়ি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সাধুর ব্রিজ এলাকায় শেষ হয়। পরে বিক্ষুব্ধরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দু’পাশে সহস্রাধিক যানবাহন আটকে পড়ে। পরে রাজৈর থানার ওসি শাহজাহান মিয়া হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয়। এ সময় মানববন্ধন কর্মসূচী পালন করেন সোহেলের পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। বিক্ষুব্ধরা অবিলম্বে দোষী চেয়ারম্যান সিরাজুল ইসলামকে গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি করেন। বক্তব্য রাখেন আব্দুর রহমান হাওলাদার, মুস্তাফিজুর রহমান, পেয়ারা বেগম, লাকী আক্তার, সালমা আক্তার, অঞ্জনা বেগম, লুৎফর রহমান হাওলাদার প্রমুখ।
×