ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অবশেষে ভাঙ্গনরোধে কাজ শুরু

প্রকাশিত: ০৯:১৩, ১২ মে ২০১৯

 অবশেষে ভাঙ্গনরোধে কাজ শুরু

সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ১১ মে ॥ এনায়েতপুর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ প্রান্ত থেকে ভয়াল যমুনা নদীর ভাঙ্গনরোধে শেষ পর্যন্ত জরুরী ভিত্তিতে কাজ শুরু করল পানি উন্নয়ন বোর্ড। ফলে এলাকাবাসী কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে। গত বছর এনায়েতপুরের ভাটি অঞ্চল ব্রাহ্মণগ্রাম, আরকান্দি, জালালপুর, বাঐখোলা, পাকুরতলা, ভেকা ও পাঁচিল পর্যন্ত ৫ কিলোমিটার এরিয়াজুড়ে নদী ভাঙ্গনের ফলে কয়েক শ’ বাড়িঘর, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ওই সময় ত্বরিতগতিতে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রীসহ পাউবোর উর্ধতন কর্মকর্তারা ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন এলাকাবাসীকে। অথচ বিগত এক বছরের মধ্যে কোন কার্যকর পদক্ষেপে গ্রহণ করা হয়নি। এমতাবস্থায় এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ থেমে ছিল না।
×