ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিগ্রী পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা-

প্রকাশিত: ০৯:১৩, ১২ মে ২০১৯

 ডিগ্রী পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা-

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শনিবার নগরীর সরকারী সিটি বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ডিগ্রী পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছে এক ছাত্র। তার নাম আবদুল্লাহ আল জাবের। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রক্সিদাতা এ ছাত্রকে এক বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে। পুলিশ জানিয়েছে, আবদুল্লাহ চট্টগ্রাম কলেজের ছাত্র। সে বায়েজিদ বোস্তামী এলাকার আবুল কালামের ছেলে। শহীদ নুর নামে অপর এক পরীক্ষার্থীর পক্ষে সে প্রক্সি দেয়ার তৎপরতায় লিপ্ত ছিল। হল পরিদর্শকের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে প্রক্সি দেয়ার কথা স্বীকার করে। ম্যাজিস্ট্রেটের নির্দেশে আবদুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে।
×