ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

প্রকাশিত: ০৯:১২, ১২ মে ২০১৯

 মাগুরায় সড়ক দুর্ঘটনায়  নিহত এক

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১১ মে ॥ শনিবার মাগুরায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ফরিদ (২৮) নামে এক ট্রাক হেলপার নিহত এবং অপর তিন আহত হয়েছে। তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোরে মাগুরা যশোর ভায়া আড়পাড়া সড়কের মাগুরা জেলারর শালিখা উপজেলার শতখালী নামস্থানে সড়ক দুর্ঘটনায় ফরিদ (২৮) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছে। নিহত ফরিদ চট্টগ্রামের বাচ্চু মিয়ার ছেলে। এ ঘটনায় চালক রুবেল (৩০) আহত হয়েছে। তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরীকুল ইসলাম জানান, শতখালী নামকস্থানে একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সাভারে নারী সংবাদদাতা সাভার থেকে জানান, সাভার হাতিল ফার্নিচার কারখানার একটি মিনি বাস শনিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে নারী কর্মকর্তা নিহত হন এবং আহত হন ৫ জন। নিহত কর্মকর্তার নাম হিমু (২৫)। তিনি হাতিল কমপ্লেক্সের হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিল। এ ঘটনায় আহতদের সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাহারোলে আরোহী স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, দিনাজপুরের কাহারোলে পিকআপের ধাক্কায় সাকিব হোসেন (২০) নামে এক বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে কাহারোল উপজেলার রামপুরা ব্রিজের কাছে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ঢিপিকুড়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে। নওগাঁয় আরোহী নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, শনিবার দুপুর ১২টার দিকে নওগাঁর মান্দায় মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ইমন হোসেন (২২) নামে এক আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় ইমনের দুই বন্ধু আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলার দেলুয়াবাড়ী-চৌবাড়িয়া সড়কের বাঁকাপুর গ্রামের একটি ইটভাঁটির পাশে এ দুর্ঘটনাটি ঘটে। জামালপুরে ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, ইসলামপুরে বালুবাহী চলন্ত ট্রাক্টরচাপায় বেলাল হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। শনিবার সকালে ইসলামপুর পৌরসভার গঙ্গাপাড়া গাবতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি ইসলামপুর পৌরসভার পশ্চিম ভেঙ্গুরা গ্রামের নওশের আলীর ছেলে। জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে ইসলামপুর পৌরসভার গঙ্গাপাড়া গাবতলী মোড়ে বালুবাহী ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে বেলা ২টার দিকে তিনি মারা যান।
×