ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৯:১১, ১২ মে ২০১৯

 কলাপাড়ায় পুকুরে  ডুবে দুই শিশুর  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১১ মে ॥ কলাপাড়ার লালুয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামে একই পুকুরে ডুবে ফাতেমা (৭) ও শাহানাজ (৮) দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে পাঁচ বছরের শিশু মীম। তাকে শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে। জানা গেছে, পশুরবুনিয়া গ্রামের সাহা ফকিরের মেয়ে শাহানাজ, ফজুল মিয়ার মেয়ে ফাতেমা ও ওসমান শরীফের মেয়ে মীম সবার অগোচরে বাড়ির সামনে খেলা করতে করতে পাশের নতুন খনন করা পুকুরপাড়ে নামলে মাটি ধ্বসে তারা তিনজনই পুকুরে পড়ে যায়। পুকুরপাড় দিয়ে গ্রামের লোকজন যাওয়ার সময় পানিতে হাবুডুবু খেতে দেখে তাৎক্ষণিক উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা ও শাহানাজকে মৃত ঘোষণা করেন। মীমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফাতেমা ও মীম সম্পর্কে খালা বোনঝি, শাহানাজ প্রতিবেশী। গাইবান্ধা নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপিনাথপুর গ্রামে শনিবার দুপুরে পার্শ্ববর্তী মালিয়ানদহ মাঝিপাড়া ব্রিজের ডোবায় পড়ে গিয়ে শাহ পরান (৭) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের ওসমান আলীর ছেলে। স্থানীয়রা জানায়, শিশু শাহ পরান খেলতে খেলতে বাড়ির পূর্বপার্শ্বে মালিয়ানদহ মাঝিপাড়া ব্রিজের ডোবায় পড়ে যায় কেউ তা জানে না। পরে বাড়ির পাশের এক ব্যক্তি ওই ডোবায় গোসল করতে গিয়ে তার পায়ের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তাকে ওই ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নওগাঁ নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, সাপাহারে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার তিলনা কোচপাড়া গ্রামের মোজাহার আলীর মেয়ে মেশকাজ জাহান (২) পুকুরে পড়ে যায়। পরে তাকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
×