ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দূর হচ্ছে রেলের পূর্বাঞ্চলে কোচ সঙ্কট, ঈদযাত্রায় সমস্যা হবে না

প্রকাশিত: ০৯:১০, ১২ মে ২০১৯

 দূর হচ্ছে রেলের পূর্বাঞ্চলে  কোচ সঙ্কট, ঈদযাত্রায় সমস্যা হবে না

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ রেলের পূর্বাঞ্চলে ঈদযাত্রায় বিভিন্ন ট্রেনের সঙ্গে যুক্ত হবে ৬০ কোচ। পাহাড়তলীর ক্যারেজ এ্যান্ড ওয়াগন কারখানায় কমপক্ষে ৬০ কোচ মেরামত সম্পন্ন হওয়ার পর কয়েকটি অতিরিক্ত মেরামত করা যাবে বলে আশাবাদী বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী এফএম মহিউদ্দিন ফকির ও কারখানা ব্যবস্থাপক (ক্যারেজ) সাইফুল ইসলাম। এসব কোচ মেরামত শেষে যুক্ত করা হবে ৪৫ আন্তঃনগর ও মেইল এবং এক্সপ্রেস ট্রেনের সঙ্গে। ঈদ স্পেশাল ট্রেন ছাড়াও আন্তঃনগর, মেইল ও এক্সপ্রেস ট্রেনের বরাদ্দকৃত ঘাটতি কোচ হিসেবে সংযোজন করা হবে এসব কোচ। রেলের পূর্বাঞ্চলীয় ব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমেদ জনকণ্ঠকে জানিয়েছেন, রেলের পূর্বাঞ্চলে যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত কোচ মেরামতের মাধ্যমে চলমান ট্রেনগুলোর সিডিউল অনুযায়ী কম্পোজিশন ঠিক রাখা হয়। পাহাড়তলীস্থ রেলওয়ে কারখানায় এবারও ৬০টি এসি, নন এসি কোচসহ খাবারগাড়ি ও পাওয়ারকার মেরামত করা হয়েছে। ঈদযাত্রায় এসব কোচ যুক্ত হচ্ছে বিভিন্ন ট্রেনের সঙ্গে। চট্টগ্রাম রেল স্টেশন সূত্রে জানা গেছে, রেলের পূর্বাঞ্চল তথা চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-ঢাকা ও চট্টগ্রাম-সিলেট রুটে আন্তঃনগর ট্রেনগুলো সব সময় কোচ সঙ্কটের মধ্য দিয়ে চলাচল করেছে। এবার ৬০টি কোচ সংযোজনের মধ্যদিয়ে আন্তঃনগর ও এক্সপ্রেস ট্রেনের সিডিউল কম্পোজিশনে অন্তত ঘাটতি থাকবে না। এসব ট্রেনে মোট কম্পোজিশন প্রায় ৮০০ কোচ। বাকি ৭৪০টি কোচ মেরামতের কোন প্রয়োজন নেই। মেরামতকৃত ৬০টি কোচের মধ্যে রয়েছে আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ার কোচ ৪টি, এসি চেয়ার ২টি, চেয়ার কোচ ৬টি, পাওয়ার কার ৫টি, প্রথম শ্রেণীর কোচ ৩টি, এসি খাবার গাড়ি ১টি, এসি বার্থ ১টি, এসি কোচ ১টি। এছাড়াও মেইল ও এক্সপ্রেস ট্রেনের লাগেজ ব্রেক ২টি, দ্বিতীয় শ্রেণীর কোচ ২৩টিসহ মোট ৬০টি। তবে, অবকাঠামোগত সংস্কার কাজ ছাড়াও শতবর্ষী মেশিনারিজ কোচ মেরামতে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের কারণে কোচ মেরামত প্রায় দ্বিগুণ হয়েছে। প্রতিবছরের মতো এই বছরও ২২টি কোচ দিয়ে ২টি ঈদ স্পেশাল ট্রেন চালু হবে। চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী এসব স্পেশাল ট্রেন প্রথম দিন রেল কর্মচারীদের জন্য বহনে ব্যবহৃত হলেও পরের দিন থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে। এভাবে ঈদের পরের সাতদিনও চলাচল করবে। এ বিষয়ে পাহাড়তলী রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) প্রকৌশলী এফএম মহিউদ্দিন ফকির জনকণ্ঠকে জানান, মেরামতের মাধ্যমে আন্তঃনগর ও মেইল এবং এক্সপ্রেস ট্রেনের জন্য ৬০টি কোচ চলনক্ষম করা হচ্ছে। নানা সমস্যা থাকা সত্ত্বেও আমরা ঈদযাত্রার সঙ্কট নিরসনে এসব কোচ মেরামত করে বিভিন্ন ট্রেনে সংযোজনের সুযোগ তৈরি করে দিয়েছি। পারিপার্শ্বিক অবস্থা ভাল থাকলে আরও কোচ মেরামত করা যেত। এরপরও এখন কোচ মেরামত এখন টার্গেটের প্রায় দ্বিগুণ। পাহাড়তলীস্থ রেলওয়ে কারখানা সূত্রে জানা গেছে, এরপরও আরও ৫টি কোচ অতিরিক্ত মেরামতের সম্ভাবনা রয়েছে। রেলের পূর্বাঞ্চলে চট্টগ্রাম-ঢাকা, চট্টগ্রাম-সিলেট ও চট্টগ্রাম-চাঁদপুর রুটের বিভিন্ন আন্তঃনগর, মেইল, এক্সপ্রেস ও লোকাল ট্রেনের সঙ্গে এসব কোচ যুক্ত হবে। এছাড়াও যাত্রীসেবা বাড়াতে ঈদযাত্রায় ৫টি স্পেশাল ট্রেন চালু করার কথা রয়েছে। এর মধ্যে ২টি চট্টগ্রাম ও চাঁদপুরের মধ্যে চলাচল করবে ঈদের দুদিন আগে থেকে। আবার ঈদের পরের দিন থেকে ৭ দিন।
×