ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লরির সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

প্রকাশিত: ০৯:০৮, ১২ মে ২০১৯

 লরির সিলিন্ডার  বিস্ফোরণে  দগ্ধ ৫

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১১ মে ॥ কুলিয়ারচরে জ্বালানি তেলের লরির সিলিন্ডার মেরামতের সময় গ্যাস বিস্ফোরণে অন্তত পাঁচজন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সকালে উপজেলার সদর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, কুলিয়ারচর বাসস্ট্যান্ড এলাকায় সকালে জ্বালানি তেলের লরির সিলিন্ডার মেরামতের সময় আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে কুলিয়ারচরের আগরপুর গ্রামের রতন মিয়ার ছেলে সালমান (১৩), ফরিদপুর গ্রামের আলম মিয়ার ছেলে হাকিম (২৬) ও চরকামালপুর গ্রামের খোকন মিয়ার ছেলে নাঈম (১৮) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গাপালপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে শফিক (২৪) দগ্ধ হয়। এছাড়াও দগ্ধ হওয়া অপরজনের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। আহতদের মধ্যে সালমান, হাকিম ও শফিকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের আশঙ্কজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
×