ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আলাউদ্দিন আলীকে দেখতে গেলেন তারকারা

প্রকাশিত: ০৯:০১, ১২ মে ২০১৯

 আলাউদ্দিন আলীকে দেখতে গেলেন তারকারা

স্টাফ রিপোর্টার ॥ কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক অসুস্থ আলাউদ্দীন আলীকে দেখতে শনিবার সকালে সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) হাসপাতালে গিয়েছিলেন সংস্কৃতি অঙ্গনের মানুষরা। এর মধ্যে ছিলেন চিত্রনায়ক ওমর সানী, সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর, কবির বকুলসহ কয়েকজন তারকা। তাকে দেখে আসার পর ওমর সানী বলেন, গীতিকার ও সাংবাদিক কবির বকুল ভাই আমাকে আজ সকালে ফোন করে বলেন যে, আলাউদ্দীন আলী ভাই আমাকে দেখতে চেয়েছেন। এটা জানার পর আর দেরি করিনি। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে উনি আমার সঙ্গে দেখা ও কথা বলতে চেয়েছেন। একসঙ্গে সকলে মিলে দেখতে গিয়েছিলাম। সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর দাদা, কবির বকুলও সে সময় আমার সঙ্গে ছিলেন। উনার শারীরিক অবস্থা ভাল নেই। আমি দোয়া করি আলী ভাই দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। এদিকে জানা যায়, আলাউদ্দিন আলীর শরীরের বাম অংশে সমস্যা থাকায় ফিজিওথেরাপির ব্যবস্থা করা হয়েছে। তবে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। চলতি বছরের ২২ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালের আইসিইউতে ভর্তি হন এই সুরকার ও সঙ্গীত পরিচালক। এরপরও অবস্থার অবনতি হলে টানা ২৬ দিন লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। গত ১৭ ফেব্রুয়ারি আলাউদ্দিন আলীকে বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়। উল্লেখ্য, আলাউদ্দিন আলী বাংলাদেশের বরেণ্য সুরকার, সঙ্গীত পরিচালক ও গীতিকার। এ পর্যন্ত আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এর মধ্যে ১৯৭৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত টানা তিনবার পুরস্কৃত হয়ে সঙ্গীত পরিচালক হিসেবে রেকর্ড গড়েছিলেন।
×