ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাখীর পরিচালনায় ঈদে তৌসিফ সাবিলার ‘লাস্ট ব্রেকআপ’

প্রকাশিত: ০৯:০০, ১২ মে ২০১৯

 রাখীর পরিচালনায় ঈদে তৌসিফ সাবিলার ‘লাস্ট ব্রেকআপ’

স্টাফ রিপোর্টার ॥ সম্ভাবনাময় তরুণ নাট্য নির্মাতা হাসিব হোসাইন রাখী। নির্মাতা হিসেবে রাখী সম্প্রতি নিজের রচনা ও পরিচালনায় নির্মাণ করেছে ঈদের বিশেষ নাটক ‘লাস্ট ব্রেকআপ’। নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাবিলা নূর। তাদের সঙ্গে আরও অভিনয় করেছেন মেহেদী হাসান হৃদয়, ফরহাদ বাবু, সাদিয়া রুবায়েত, তাবাসসুম মিথিলা, সাদমান প্রত্যয়, জীবনসহ আরও অনেকে। নাটকটি আগমী ঈদ উল ফিতরে একটি বেসরকারী টেলিভিশনে প্রচার হবে বলে জানা গেছে। ঢাকার বিভিন্ন লোকেশনে ‘লাস্ট ব্রেকআপ’ নাটকের বিভিন্ন দৃশ্যের চিত্র ধারণ করা হয়েছে। নাট্য নির্মাতা রাখীর এটাই প্রথম টিভি নাটক নির্মাণ। প্রথম টিভি নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, প্রথম কাজ ভালভাবে সম্পন্ন হওয়া সৃস্টিকর্তার শোকরিয়া আদায় করছি। আমার নির্মাতা হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান যার তিনি হলেন আমার গুরু, নাট্যকার ও নাট্য নির্মাতা মেহেদী হাসান হৃদয়। তার সঙ্গে দীর্ঘদিন ধরে সহকারী পরিচালক কাজ করছি। আমার প্রথম নির্মাণে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন তিনি। নির্মাতা হিসেবে প্রথম কাজ ‘লাস্ট ব্রেকআপ’নাটকের গল্প প্রসঙ্গে হাসিব হোসাইন রাখী বলেন, প্রেমিক-প্রেমিকার দীর্ঘদিনের সম্পর্কের বিচ্ছেদ হওয়ার পর একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। মেয়েটি বলে সাতদিনের মধ্যে তোর চেয়ে বেশি সুন্দর স্মার্ট ছেলের সঙ্গে রিলেশন করে দেখিয়ে দেব। ছেলেটিও মেয়েটিকে একই কথা বলে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। এভাবেই গল্পটি এগিয়ে যায়। এক সময় বন্ধুদের সহযোগিতায় গল্পটির দৃশ্যপট একেকবার একেক রকম রূপ নেয়। আশা করি দর্শকরা নাটকটি টিভির পর্দায় দেখবেন। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভাল লাগবে। আর দর্শকদের ভাল লাগলেই আমার শ্রম স্বার্থক হবে বলে মনে করি। নির্মাতা হিসেবে আমি সবার কাছে দোয়া চাই যাতে সংস্কৃতি অঙ্গনে সারাজীবন ভাল ভাল কাজ উপহার দিতে পারি।
×