ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিপন্নপ্রায় টিয়ার ব্রেন সার্জারি

প্রকাশিত: ০৮:৪৯, ১২ মে ২০১৯

 বিপন্নপ্রায় টিয়ার ব্রেন সার্জারি

নিউজিল্যান্ডে বিপন্নপ্রায় কাকাপো টিয়া পাখির একটি ছানার মস্তিষ্কে (ব্রেন) বিশ্বে প্রথমবারের মতো অস্ত্রোপচার করেছেন দেশটির পশু চিকিৎসকরা। বিপন্ন প্রজাতিটি রক্ষায় এই সার্জারির উদ্যোগ নিয়েছেন তারা। বর্তমানে দুনিয়াজুড়ে মাত্র ১৪৭টি প্রাপ্তবয়স্ক কাকাপো টিয়া রয়েছে। ইতোমধ্যেই এই প্রজাতির সংখ্যা বাড়ানোর জন্য সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। কয়েক শ’ বছর আগে কাকাপো ছিল নিউজিল্যান্ডের সাধারণ পাখিগুলোর মধ্যে একটি। ৫৬ দিন বয়সী কাকাপোটির খুলি পুরোপুরি সংযুক্ত ছিল না -গার্ডিয়ান
×