ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে টিএমআই পরমাণু প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে

প্রকাশিত: ০৮:৪৮, ১২ মে ২০১৯

 যুক্তরাষ্ট্রে টিএমআই পরমাণু প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে

থ্রি মাইল আইল্যান্ড পরমাণু প্রকল্প সেপ্টেম্বরে বন্ধ হয়ে যাবে। প্রকল্পের মালিক বুধবার একথা ঘোষণা করেছেন। ৪০ বছর আগে প্রকল্পটিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে মারাত্মক পরমাণু দুর্ঘটনা ঘটেছিল। খবর এএফপির। এক্সিলোন জেনারেশন এ আর্থিক সঙ্কটাপন্ন স্থাপনাটি চালু রাখার জন্য পেনসিলভ্যানিয়ার আইনপ্রণেতাদের কাছ থেকে ভর্তুকি পাওয়ার চেষ্টা করে আসছিল। কিন্তু কোম্পানি বলেছে, ভর্তুকি যথাসময়ে দৃশ্যত পাওয়া যাবে না। এক্সিলোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যাথলিন ব্যারন এক বিবৃতিতে বলেন, থ্রি মাইল আইল্যান্ডের (টিএমআই) জন্য জ্বালানি কেনার ১ জুনের চূড়ান্ত সময়সীমার আগে নীতি পরিবর্তনের কোন পথ আমাদের সামনে খোলা নেই। এক্সিলোন বলেছে, পেনসিলভ্যানিয়ায় মিডলটাউনে অবস্থিত ‘থ্রি মাইল আইল্যান্ড জেনারেটিং স্টেশন ইউনিট ওয়ান’ ৩০ সেপ্টেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে। এ জ্বালানি কোম্পানি দু’বছর আগে সতর্কতা উচ্চারণ করেছিল যে, আইনপ্রণেতাদের কাছ থেকে সহযোগিতা না পাওয়া স্থাপনাটি বন্ধ হয়ে যেতে পারে। অবশ্য টিএমআই চালু রাখার ছাড়পত্র রয়েছে ২০৩৪ সাল পর্যন্ত। এক্সিলোনের অন্য এক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্রাইওয়ান হ্যানমোন বলেছেন, আমাদের কর্মচারীদের এখন দুর্দিন চলছে।
×