ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টেরেসা মে এ সপ্তাহেই পদত্যাগের তারিখ ঘোষণা করতে পারেন

প্রকাশিত: ০৮:৪৭, ১২ মে ২০১৯

 টেরেসা মে এ সপ্তাহেই পদত্যাগের তারিখ ঘোষণা করতে পারেন

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে এ সপ্তাহেই পদত্যাগের তারিখ ঘোষণা করতে পারেন। কনজারভেটিভ ব্যাকবেঞ্চ ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্রাডি একথা জানিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, যখন তার ব্রেক্সিট চুক্তি পার্লামেন্টে অনুমোদন হবে, তখন তিনি পদত্যাগ করবেন। কিন্তু কিছু কিছু এমপি চান তার পদত্যাগের নির্দিষ্ট তারিখ। গার্ডিয়ান। স্যার গ্রাহাম ব্রাডি বলেছেন, তিনি আশা করছেন প্রধানমন্ত্রী এর আগে কমিটির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সেটা সম্পর্কে সুস্পষ্ট সময়সীমা ঘোষণা করবেন। মে তার পদত্যাগের তারিখ বুধবার ঘোষণা করবেন বলে আশা করেন তিনি। এ সময় স্যার গ্রাহাম প্রধানমন্ত্রী টেরেসা মের পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি উড়িয়ে দিতে অস্বীকৃতি জানান। বিবিসির রেডিও ফোরের ‘দ্য উইক ইন ওয়েস্টমিনস্টার’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘১৯২২ কমিটি তার (টেরেসা মে) ভবিষ্যত পরিকল্পনার বিষয়টি পরিষ্কার করার আহ্বান জানিয়েছিল। এ সময় তিনি নির্বাহী কমিটির কাছে আসার এবং আলোচনার প্রস্তাব দেন। তিনি আরও বলেন, আলোচনা শেষে যদি কোন সুস্পষ্ট ঘোষণা না আসে, তবে সেটা হবে খুবই বিস্ময়কর।
×